অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)
অজুহীন অবস্থায় নিজের পরিহিত পোশাকের অংশ যেমন জামার হাতা ইত্যাদি দিয়ে কোরআন স্পর্শ করাও নাজায়েজ। এ অবস্থায় কোরআন ধরার প্রয়োজন পড়লে পৃথক কোনো পবিত্র কাপড় দিয়ে ধরতে হবে।
০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
অপবিত্র অবস্থায় পরিহিত কাপড় দিয়ে কোরআন স্পর্শ করা যাবে?
- প্রতিনিধির নাম
- প্রকাশিত সময় : ০৮:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- ১০৩ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়