আজ ২০ মার্চ কক্সবাজারে আসছেন বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত এবং সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বুধবার তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজারে আসবেন। এখানে বেলা ১২ টায় তিনি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ক্যাম্প পরিদর্শন, এনজিও—আইএনজিও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।
বিকাল ৫ টায় তিনি হেলিকপ্টার করে বিশ্বের বৃহত্তম খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে যাবেন। সেখানে জলবায়ু উদ্বাস্তুদের পর্যবেক্ষণ করবেন। সন্ধ্যা ৬ টায় তিনি ঢাকায় ফিরে যাবেন। গত ১৮ মার্চ থেকে চারদিনের সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)—এর শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে আসেন।