বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি'র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মওলানা মোঃ শাহজাহান বলেছেন, যে যত বেশী অপরাধ করেছে, তাঁরা তত তাড়াতাড়ি পালিয়েছে। বিগত আওয়ামীলীগ সরকার বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করার দাবী করেন। এছাড়াও তাদের শীর্ষ নেতাদের হত্যা করা হযেছে। বিগত সরকারের বিভিন্ন অনিযম,দুর্নীতি,ভোট কারচুপি, দেশের ব্যাংক লুটপাট ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। এসময় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমান সরকারের প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন বলে জানান।তিনি প্রশাসনকে নিরপেক্ষতার সহিত পেশাদায়িত্বের সাথে কাজ করার পরামর্শও দেন। দলীয় নেতা কর্মীদের উল্লাসিত না হয়ে সমাজের সকলের কাছে ইসলামের দাওয়াত পৌছে দেওয়ার পরামর্শ দেন।তখনি চুড়ান্ত বিজয় আসবে বলে মন্তব্য করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর মাওলানা এসএম আব্দুস সালাম আজাদ,কক্সবাজার সদর উপজেলার সাবেক ছাত্রনেতা শহিদুল আলম বাহাদুর, জামায়াত নেতা ডাক্তার শাহ আলম,শামশুল আলম বাহাদুর প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নাসের'র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রশিবির সভাপতি কলিম উল্লাহ, মাওলানা বশির আহমদ, জামায়াত ইসলামীর উপজেলা নেতা রফিক বসরী ,সাবেক ছাত্রনেতা তাওহিদ আজাদ, সৌদি প্রবাসি ও সাবেক ছাত্র নেতা এম এ মান্নান,সাবেক ছাত্রনেতা বদিউল আলম।সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির'র জেলাও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাবেক বর্তমান দায়িত্বশীল কর্মীদের আগমনে সম্মেলনস্থল কলেজ অডিটরিয়াম কানায়-কানায় পূর্ণ হয়।