উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব।২০ আগষ্ট (মঙ্গলবার) রাতে র্যাবের এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।বিস্তারিত আর কিছুই জানায়নি র্যাব।নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
আলোচিত সমালোচিত সাবেক এমপি বদি চট্টগ্রামে আটক
- শ.ম.গফুর:
- প্রকাশিত সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- ৯৬ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়