ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। বহু চড়াই উৎরাই পেরিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরেছেন তিনি। বিদ্যালয়ে ফেরার পর নিজের সন্তানতুল্য শিক্ষার্থী ও সহকর্মীরা দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগে চোখের জল ফেলছেন। নিজের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত করে (২৬ নভেম্বর) মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে ফিরেছেন রাজকীয় সংর্বধনায়। প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত আসবে বলে ফুল দিয়ে বরণের জন্য সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা। অবশেষে যখন খুরশিদুল জান্নাত পা রাখলো বিদ্যালয়ের মাঠে ঠিক তখন দৌড়ে এসে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগলো স্কুলের শিক্ষার্থী ও শিক্ষিকারা। ফিরে পাওয়ার আনন্দ—উল্লাস সব মিলিয়ে উৎসবের আমেজ ছিলো সেখানে। বিদ্যালয়ে এসেই নিজের হাতে সাজানো বিদ্যালয়টি ঘুরে দেখলেন খুরশিদুল জান্নাত। বিদ্যালয় প্রাঙ্গণে এসে সবার ভালোবাসায় শিক্ত হয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষিক।প্রধান শিক্ষককে ফিরে পাওয়ায় সবচেয়ে বেশি উচ্ছাস ছিলো শিক্ষার্থীদের মাঝে।
ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সালাহউদ্দিন বলেন, আমরা আমাদের প্রধান শিক্ষককে ফিরে পেয়ে অনেক খুশি। মনে হচ্ছে যেন বিদ্যালয়ে শূন্যতা যেন পূর্ণতা পেয়েছে এবং বিদ্যালয়ে প্রাণ ফিরেছে। শিক্ষার্থী হাবিবা বলেন,আমাদের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে আমরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করেছি। শিক্ষার্থীদের মত শিক্ষক—শিক্ষিকাদের চোখে মুখে দেখা যায় আনন্দের হাসি। তারা বলছেন, খুরশিদুল জান্নাত ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে শিক্ষার মান এবং অবকাঠামোখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়। খুরশিদুল জান্নাতের হাত ধরে ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় আরো অনেক দূর এগিয়ে যাবে। ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকল ভেদাভেদ ভুলে সকলকেই সাথে নিয়ে নতুনভাবে বিদ্যালয় সাজাতে চাই। বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতার বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আগস্ট সরকার পতনের পর স্কুলের কয়েকজন শিক্ষক ও স্থানীয় প্রভাবশালী চক্রের ইন্ধনে নানা অভিযোগ তুলে ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে অপসারণের দাবীতে আন্দোলন শুরু হয়, যেখানে ব্যবহার করা হয় কোমলমতি শিক্ষার্থীদেরও। ওই আন্দোলনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘ সময় তদন্ত করে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে উঠা কোন অভিযোগের প্রমাণ পাননি কেউই। যার কারণে সকল অভিযোগ থেকে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে অব্যাহতি দিয়েছে তদন্ত কমিটি।