০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে, আশা সেতুমন্ত্রীর

এ বছর ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘এখানে যানজট নিরসনে সিগন্যাল সিস্টেমটা জরুরি। প্রধানমন্ত্রীও এটি বলেছেন। সিগন্যাল সিস্টেমটা চালু হলে যানজট নিরসনে এটির ভূমিকা থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটি প্রকল্পের জন্য এ বছর সেরকম দুর্ভোগ হবে না। এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরও সহজ হবে। এ কারণে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে।’

তিনি বলেন, ‘ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ঈদের আগে ও পরে ট্রাক-ভারী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ, সেটি তারা যদি নিষ্ঠার সঙ্গে পালন করে, যাতে যানজট দূর করা যায়, সেদিকে লক্ষ রাখবেন। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল। কিন্তু সেটি এবার আরও সমাধান হয়ে গেলো। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে সিগন্যাল বাতি চালুর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা এরইমধ্যে কাজ শুরু করেছে। কবে শেষ হবে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।’

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে, আশা সেতুমন্ত্রীর

প্রকাশিত সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

এ বছর ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘এখানে যানজট নিরসনে সিগন্যাল সিস্টেমটা জরুরি। প্রধানমন্ত্রীও এটি বলেছেন। সিগন্যাল সিস্টেমটা চালু হলে যানজট নিরসনে এটির ভূমিকা থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটি প্রকল্পের জন্য এ বছর সেরকম দুর্ভোগ হবে না। এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরও সহজ হবে। এ কারণে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে।’

তিনি বলেন, ‘ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ঈদের আগে ও পরে ট্রাক-ভারী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ, সেটি তারা যদি নিষ্ঠার সঙ্গে পালন করে, যাতে যানজট দূর করা যায়, সেদিকে লক্ষ রাখবেন। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল। কিন্তু সেটি এবার আরও সমাধান হয়ে গেলো। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে সিগন্যাল বাতি চালুর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা এরইমধ্যে কাজ শুরু করেছে। কবে শেষ হবে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।’