উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ মরহুম মাওলানা আবদুল কাদের হুজুর প্রতিষ্ঠিত 'মাদ্রাসা ইসলামিয়া আশরাফুল উলুম নুরানী-হেফজখানা ও এতিমখানায় পরিচালনা কমিটি গঠনকল্পে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর(শুক্রবার) জুমার নামায পরবর্তী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসা'র প্রধান পরিচালক মাওলানা নুরুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পালংখালী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী,দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী(সা:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ,শিক্ষক মাওলানা এনামুল হক,নুরুল হক সওদাগর,সাংবাদিক শ.ম.গফুর, উখিয়ার ঘাট বায়তুর মামু'র জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উকিল আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শামসুল আলম সওদাগর,আবু সিদ্দিক,আবুল হোসেন,আবদূর রহমান শিকদার,মো:খলিল, জমির উদ্দিন,আবদুল হামিদ মনু,হাসান শরীফ,নুরুল হক নুরু,শাহজাহান,আবদূর রহিম, ভুলু ড্রাইভার,এমএ রহমান সীমান্ত, সাদেক ড্রাইভার, আবুল হোসেন,আবু সিদ্দিক,জাহেদ হোসেন,সেলিম আজাদ,নুরুল আমিন, নাসির উদ্দিন,হামিদুল হক, আব্দুস ছাত্তার,নুরুল আবসার,জয়নাল উদ্দিন, রহিম উল্লাহ, জসিম উদ্দিন, সেলিম উল্লাহ, রহমত উল্লাহ, আবুল কাসেম, মিজান প্রমুখ সহ শতাধিক মুসল্লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৭ সদস্য বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন, ১নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম, ফোরকান চৌধুরী,মাওলানা সেলিম উল্লাহ,মাওলানা এনামুল হক,নুরুল হক,সাংবাদিক শ.ম.গফুর,শামসুল আলম, উকিল আহমদ,আব্দুর রহমান শিকদার,আবদূর রহিম, এমএ রহমান সীমান্ত,ভুলু ড্রাইভার, জাহেদ হোসেন, আবদুস ছাত্তার, ডা:জাহেদ আলম ও শাহজাহান সওদাগর প্রমুখ। পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি নাসির উদ্দিন,সহসভাপতি শফিকুল ইসলাম ও সেলিম আজাদ,সাধারণ সম্পাদক নুরুল আমিন,সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,কোষাধ্যক্ষ নুরুল আবসার,কার্যকরী পরিষদ সদস্য আবুল হোসেন,মাহমুদুল হক,আবু তাহের, হামিদুল হক,বশর, রহিম উল্লাহ, সিরাজুল হক,বাবুল ড্রাইভার প্রমুখ। গঠিত কমিটি আগামী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে বলে উপদেষ্টা পরিষদ কর্তৃক ঘোষণা দেওয়া হয়।সব শেষে মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও মরহুম আবদুল কাদের হুজুর'র মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।