০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় অপহরণকারী, মাদক ব্যবসায়ী আরমানের ভয়ে ঘর ছাড়া আইয়ুব আলীর পরিবার

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় : ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ১১০ ভিউ

টিএন্ডটি শীলের ছড়া, ৬নং ওয়ার্ড উখিয়ার বাসিন্দা মো আরমান স্কুল পড়ুয়া ছাত্রী ছদ্ম নাম ফাহি আক্তার কে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো প্রায় সময়।এক পর্যাযে ফাহি আক্তারকে গত ৫ ফেব্রুয়ারী উনচিপ্রাং এলাকার নানুর বাসায় বেড়াতে গেলে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় আরমান নামে একদল যুবক দীর্ঘ একমাসের চেয়ে বেশি অজ্ঞাত স্থানে বন্ধি করে রাখেন,মা বাবা খোঁজাখুজির পর পিবিআই উদ্ধার করেন ফাহি আক্তারকে। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তখন থেকে প্রভাবশালী মো আরমান প্ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছে আয়ুব আলীর পরিবারকে।

অপহরণ চক্রে মোঃ আরমান (২১),মোঃ সালমান (২৪), উভয়পিতা— মোহাম্মদ হোসেন, পালক পিতা— মাহমুদুর রহমান, আনোয়ারা বেগম (৪৫), মোহাম্মদ আরাফাত (২২), পিতা— মোহকাম্মদ,মোহাম্মদ হেলাল (৩২), পিতা— মমতাজ মিয়া, সর্বসাং— টিএন্ডটি শীলের ছড়া, ৬নং ওয়ার্ড,মোঃ ভুট্টো (৩৫), পিতা— অজ্ঞাত, শ্বশুর— মাহমুদুর রহমান, সাং— ডিগলিয়া পালং, ৪নং ওয়ার্ড, সকলেই ৪নং রাজাপালং ইউপি, থানা— উখিয়া, জেলা— কক্সবাজার ও অজ্ঞাতনামা কয়েকজন আছে।

ভুক্তভোগী আইয়ুব আলী জানান আমার মেয়ে প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার সময় বকাটে আরমান প্রতিনিয়ত ডিস্টার্ব করতো বাধা দিলে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে পরে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করি।আরমান ও সহযোগী সহ আমাদের প্রাণ নাশে হুমকি দিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। অপহরণকারীদের বিরুদ্ধে একটি সিপি মামলা দায়ের করি। যার মামলা নং— ৩৯/২০২৪ইং।

রাশেদা বেগম জানান আমরা দিন এনে দিনে খায় সন্ত্রাসী, ইয়াবা ও মাদক ব্যবসায়ী, এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও পরধনলোভী, চরিত্রহীন প্রভাবশালী আরমানে কারণে বসতবাড়িতে এখন থাকতে পারি না। প্রায় সময় মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতার ভোগতেছে আমি দেশ বাসী ও প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই।

এই সময় ভুক্তভোগী আরও জানান উখিয়া থানার দ্বারে দ্বারে ঘুরলেও কোন প্রকার আইনী প্রতিকার পাইনি। উল্টো আমাকে আদালতে আশ্রয় নেওয়ার জন্য তারা পরামর্শ প্রদান করে।ন্যায় বিচারের স্বার্থে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোর দাবী জানাই।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

উখিয়ায় অপহরণকারী, মাদক ব্যবসায়ী আরমানের ভয়ে ঘর ছাড়া আইয়ুব আলীর পরিবার

প্রকাশিত সময় : ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

টিএন্ডটি শীলের ছড়া, ৬নং ওয়ার্ড উখিয়ার বাসিন্দা মো আরমান স্কুল পড়ুয়া ছাত্রী ছদ্ম নাম ফাহি আক্তার কে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো প্রায় সময়।এক পর্যাযে ফাহি আক্তারকে গত ৫ ফেব্রুয়ারী উনচিপ্রাং এলাকার নানুর বাসায় বেড়াতে গেলে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় আরমান নামে একদল যুবক দীর্ঘ একমাসের চেয়ে বেশি অজ্ঞাত স্থানে বন্ধি করে রাখেন,মা বাবা খোঁজাখুজির পর পিবিআই উদ্ধার করেন ফাহি আক্তারকে। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তখন থেকে প্রভাবশালী মো আরমান প্ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছে আয়ুব আলীর পরিবারকে।

অপহরণ চক্রে মোঃ আরমান (২১),মোঃ সালমান (২৪), উভয়পিতা— মোহাম্মদ হোসেন, পালক পিতা— মাহমুদুর রহমান, আনোয়ারা বেগম (৪৫), মোহাম্মদ আরাফাত (২২), পিতা— মোহকাম্মদ,মোহাম্মদ হেলাল (৩২), পিতা— মমতাজ মিয়া, সর্বসাং— টিএন্ডটি শীলের ছড়া, ৬নং ওয়ার্ড,মোঃ ভুট্টো (৩৫), পিতা— অজ্ঞাত, শ্বশুর— মাহমুদুর রহমান, সাং— ডিগলিয়া পালং, ৪নং ওয়ার্ড, সকলেই ৪নং রাজাপালং ইউপি, থানা— উখিয়া, জেলা— কক্সবাজার ও অজ্ঞাতনামা কয়েকজন আছে।

ভুক্তভোগী আইয়ুব আলী জানান আমার মেয়ে প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার সময় বকাটে আরমান প্রতিনিয়ত ডিস্টার্ব করতো বাধা দিলে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে পরে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করি।আরমান ও সহযোগী সহ আমাদের প্রাণ নাশে হুমকি দিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। অপহরণকারীদের বিরুদ্ধে একটি সিপি মামলা দায়ের করি। যার মামলা নং— ৩৯/২০২৪ইং।

রাশেদা বেগম জানান আমরা দিন এনে দিনে খায় সন্ত্রাসী, ইয়াবা ও মাদক ব্যবসায়ী, এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও পরধনলোভী, চরিত্রহীন প্রভাবশালী আরমানে কারণে বসতবাড়িতে এখন থাকতে পারি না। প্রায় সময় মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতার ভোগতেছে আমি দেশ বাসী ও প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই।

এই সময় ভুক্তভোগী আরও জানান উখিয়া থানার দ্বারে দ্বারে ঘুরলেও কোন প্রকার আইনী প্রতিকার পাইনি। উল্টো আমাকে আদালতে আশ্রয় নেওয়ার জন্য তারা পরামর্শ প্রদান করে।ন্যায় বিচারের স্বার্থে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোর দাবী জানাই।