উখিয়ায় বিএনপি অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের মামলায় আটক হন।ওই মামলায় কারাভোগ করে জামিনে বের হওয়া আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম ফের গ্রেফতার হলেন ইয়াবা নিয়ে।শনিবার মধ্যরাতে উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া থেকে তাঁকে আটক করেন।
এ সময় তাঁর বাড়িতে তল্লাশী চালিয়ে সাড়ে ১২ শত পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাতে উখিয়ার ফলিয়া পাড়ায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ছৈয়দ আলম (৪২) কে আটক করা হয়। এসময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। ছৈয়দ আলম উখিয়ার ফলিয়াপাড়ার বাসিন্দা মৃত নাসিম এর ছেলে।ওসি আরও জানান, আটক ছৈয়দ আলমের বিরুদ্ধে একাধিক মামলা আছে, সে আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিলো। সূত্র বলছে, আটক ছৈয়দ আলমের বিরুদ্ধে চট্টগ্রামের খুলশি থানায় একটি, উখিয়া থানায় বিস্ফোরক ও মাদক আইনে ২ টি সহ ৪টি মামলা রয়েছে।