উখিয়ার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। ১৫ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারস্থ একটি দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে,তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোহাম্মদ ইউসুফ (৪২)।সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিও,ব্লক-ডি’র মৃত আবুল হাফেজ, মাতা-মৃত নুরুজ্জাহান দম্পতির ছেলে।
গ্রেফতারকৃত ইউসুফ মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক।সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে।উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে র্যাব-১৫’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।