০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
২৫ অক্টোবর সকাল ১০টায় লোক দেখানো বৈঠক অনুষ্ঠিত হবে

উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিমিটেড’র সদস্যগণের দাবী সমুহ দ্রুত বাস্তবায়ন করা হোক

  • বার্তা পরিবেশক:
  • প্রকাশিত সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৪৪ ভিউ

১। সমিতির যাবতীয় প্রচারপত্র, নোটিশ ইত্যাদি সহজভাবে পৌছানোর লক্ষ্যে সকল সদস্যের মোবাইল নাম্বারে যোগাযোগ উপযোগী একটি “উত্তরন গৃহায়ন গ্রুপ” তৈরির লক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহন করা।
২। প্লটবিহীন সদস্যপদ বাতিল করা।
৩। বিগত ৮/৮/২০০১ খ্রিঃ তারিখে জেলা প্রশাসক, কক্সবাজার কর্তৃক অনুমোদিত লে—আউট যা, সংশোধনের নামে এ ও বি ব্লকে সাইড রোড বন্ধ করে প্লট সৃষ্টি করা হয়েছে।তা বৃহত্তর স্বার্থে পুনঃ স্থাপন পূর্বক সি ব্লকের সোজা রাস্তা সম্বলিত ও চিহ্নিত প্লটসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পদক্ষেপ গ্রহণ করা।
৪। ৮১ বিধি বহির্ভূত বা লটারী বিহীন প্লট বরাদ্দ থাকলে তা বাতিল করা।সমিতির প্রকল্পের অভ্যন্তরে মালিকানাধীন জমি,সমিতির মালিকানাবিহীন (ব্যক্তি মালিকানাধীন)জমি এবং খাস জমি থাকলে তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা।
৫। তা ছাড়া সমিতির নামে আর এস খতিয়ান মূলে খরিদা জমি যা এখনো সমিতির নামে খতিয়ান হয় নাই,এমন সব জমি আলাদাভাবে চিহ্নিত করা।
৬। সমিতির মালিকানা নাই বা মালিকানা সৃষ্টি হয় নাই উক্তরূপ জমিতে প্লট তৈরি পূর্বক সদস্য বরাবর বরাদ্দ ও দখল দেওয়া হয়ে থাকলে তা চিহ্নিত করা।
৭।সদস্য বরাবর বরাদ্দ ও দখল দেওয়া প্লট সমূহ কিছু কিছু রেজিট্রেশন দেওয়া হয়েছে, কিছু কিছু এখনো রেজিষ্ট্রেশন দেওয়া হয় নাই, উক্তরূপ বৈষম্য দূর করা।
৮।এভিনিউ রোড সোজা করার কারণে নতুনভাবে সৃষ্ট অনুমোদনহীন লে—আউটের মাধ্যমে অসংগতিপূর্ণ / ধারাবাহিকতা না রেখে নাম্বারিং পূর্বক অনুগতদের তুলনামূলক ভাল লোকেশন প্লট বরাদ্দ সংক্রান্ত অনিয়ম দুরীভূতকরণের স্বার্থে নীতিমালা করে সি ব্লকের প্লটসমূহ সুষ্ঠু লটারীর মাধ্যমে পুনঃবরাদ্দ প্রদানের ব্যবস্থা করা।
৯। সমিতির প্রকল্প সীমানার বাহিরের জমির বিনিময়ে এওয়াজ পদ্ধতিতে সমিতির সি ব্লকের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ প্লট কর্মকর্তাগণের নিকটাত্মীয়দের নামে বরাদ্ধের মাধ্যমে এনজিও বরাবর ভাড়া প্রদান পুর্বক কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে লোকমুখে শুনা যায়, বিষয়টি সত্য মিথ্যা যাচাই করে সত্য প্রমাণিত হলে উক্ত টাকা সমিতি বরাবর ফেরত আনার ব্যবস্থা করা।এওয়াজ পদ্ধতিতে সমিতি বরাবর জমি রেজিঃ প্রদানের ক্ষেত্রে দাতার নিজ খরচে রেজিঃ প্রদানের বিধান থাকিলেও সি ব্লকের এওয়াজের কিছু কিছু রেজিঃ দলিল সম্পাদনের সময় সমিতির তহবিল থেকে ব্যয় করা হয়েছে মর্মে জানা যায়, বিষয়টি সত্যমিথ্যা যাচাই করা আবশ্যক।
১০। সমিতির সদস্য বরাবর জমি রেজিস্ট্রারী দলিল মূলে সৃজিত খতিয়ান, সৃজিত হইলেও বাস্তব দখলের সাথে দাগের মিল না থাকার বিষয় সমাধানের স্বার্থে বিএস সিটের উপর লে—আউট প্ল্যান সুপার কম্পোজিশন অর্থাৎ উপরিপাতন করে কত নং প্লট, বিএস কোন দাগের উপর স্থীত,তা নির্ধারণ পূর্বক সংশোধনী দলিলের মাধ্যমে ত্রুটিমুক্ত করা এবং রেজিষ্ট্রি দলিল ও দাগ উভয় ঠিক আছে, কিন্তু খতিয়ান হচ্ছে না তা সমিতির মাধ্যমে সমাধান করা।
১১। সমিতির স্থায়ী আয়ের জন্য নির্ধারিত বাণিজ্যিক প্লট, যা ইতিপূর্বে ব্যক্তির নামে বরাদ্দের মাধ্যম ও রেজিষ্ট্রি প্রদান পূর্বক জটিলতা সৃষ্টি হয়ে আছে, তা স্থায়ী সমাধান পূর্বক বাইপাস সড়কের উভয় পার্শ্বে বাণিজ্যিক ভিত্তিতে অস্থায়ীভাবে ভাড়া প্রদান পূর্বক আয়ের ব্যবস্থা করা।
১২। সমিতির প্রকল্পের অভ্যন্তরের জমি ও প্রকল্পের পার্শ্বের ভূমি মালিকের সাথে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে উপ—কমিটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা।
১৩। সমিতির পক্ষে—বিপক্ষে চলমান মামলা সমূহ নিম্পত্তি ও উপরে উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়নের পরার্মশ এবং তদারকীর স্বার্থে কার্যকরী কমিটিকে সহযোগিতার জন্য সাধারণ সদস্যগণের সমন্বয়ে উপ কমিটি গঠন করা।
১৪। প্রকল্পের নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব প্রকল্পে চারপার্শ্বে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সমাপ্ত করা। কমিটি গঠন করে যাবতীয় বিষয় মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।
১৫। সমিতির প্রারম্ভিক সময় থেকে প্রচলিত নিয়ম (যা সম্প্রতি বাদ পড়েছে) বাৎসরিক আয়—ব্যয় ও বাজেট এবং অডিট আপত্তির সংশোধনী, বার্ষিক প্রতিবেদন সন্নিবেশিত করে প্রচার করা।
১৬। ন্যায্য কারণে বি ব্লকের কিছু সংখ্যক প্লট চেঞ্জ করার প্রয়োজন হলে, দায়িত্ব প্রাপ্তগণ ন্যায়নীতির তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে ইচ্ছামত যত্রতত্র, এমনকি সমিতির মালিকানা বিহীন জমিতে প্লট পুনঃ বরাদ্দ দিয়ে সুবিচার না করায় সমিতিকে চির অভিশপ্ত করিয়াছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধান করা।
উপরোক্ত দাবী সমুহ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অত্র সংগঠনের সকল সদস্যগণের পক্ষ থেকে উত্থাপন করা হইল।

আবেদনকারী
পিয়ারু
সাবেক সাধারণ সম্পাদক
উত্তরন গৃহায়ন সমবায় সমিতি লিমিটেড

ট্যাগ :
পাঠকপ্রিয়

তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত

২৫ অক্টোবর সকাল ১০টায় লোক দেখানো বৈঠক অনুষ্ঠিত হবে

উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিমিটেড’র সদস্যগণের দাবী সমুহ দ্রুত বাস্তবায়ন করা হোক

প্রকাশিত সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

১। সমিতির যাবতীয় প্রচারপত্র, নোটিশ ইত্যাদি সহজভাবে পৌছানোর লক্ষ্যে সকল সদস্যের মোবাইল নাম্বারে যোগাযোগ উপযোগী একটি “উত্তরন গৃহায়ন গ্রুপ” তৈরির লক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহন করা।
২। প্লটবিহীন সদস্যপদ বাতিল করা।
৩। বিগত ৮/৮/২০০১ খ্রিঃ তারিখে জেলা প্রশাসক, কক্সবাজার কর্তৃক অনুমোদিত লে—আউট যা, সংশোধনের নামে এ ও বি ব্লকে সাইড রোড বন্ধ করে প্লট সৃষ্টি করা হয়েছে।তা বৃহত্তর স্বার্থে পুনঃ স্থাপন পূর্বক সি ব্লকের সোজা রাস্তা সম্বলিত ও চিহ্নিত প্লটসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পদক্ষেপ গ্রহণ করা।
৪। ৮১ বিধি বহির্ভূত বা লটারী বিহীন প্লট বরাদ্দ থাকলে তা বাতিল করা।সমিতির প্রকল্পের অভ্যন্তরে মালিকানাধীন জমি,সমিতির মালিকানাবিহীন (ব্যক্তি মালিকানাধীন)জমি এবং খাস জমি থাকলে তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা।
৫। তা ছাড়া সমিতির নামে আর এস খতিয়ান মূলে খরিদা জমি যা এখনো সমিতির নামে খতিয়ান হয় নাই,এমন সব জমি আলাদাভাবে চিহ্নিত করা।
৬। সমিতির মালিকানা নাই বা মালিকানা সৃষ্টি হয় নাই উক্তরূপ জমিতে প্লট তৈরি পূর্বক সদস্য বরাবর বরাদ্দ ও দখল দেওয়া হয়ে থাকলে তা চিহ্নিত করা।
৭।সদস্য বরাবর বরাদ্দ ও দখল দেওয়া প্লট সমূহ কিছু কিছু রেজিট্রেশন দেওয়া হয়েছে, কিছু কিছু এখনো রেজিষ্ট্রেশন দেওয়া হয় নাই, উক্তরূপ বৈষম্য দূর করা।
৮।এভিনিউ রোড সোজা করার কারণে নতুনভাবে সৃষ্ট অনুমোদনহীন লে—আউটের মাধ্যমে অসংগতিপূর্ণ / ধারাবাহিকতা না রেখে নাম্বারিং পূর্বক অনুগতদের তুলনামূলক ভাল লোকেশন প্লট বরাদ্দ সংক্রান্ত অনিয়ম দুরীভূতকরণের স্বার্থে নীতিমালা করে সি ব্লকের প্লটসমূহ সুষ্ঠু লটারীর মাধ্যমে পুনঃবরাদ্দ প্রদানের ব্যবস্থা করা।
৯। সমিতির প্রকল্প সীমানার বাহিরের জমির বিনিময়ে এওয়াজ পদ্ধতিতে সমিতির সি ব্লকের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ প্লট কর্মকর্তাগণের নিকটাত্মীয়দের নামে বরাদ্ধের মাধ্যমে এনজিও বরাবর ভাড়া প্রদান পুর্বক কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে লোকমুখে শুনা যায়, বিষয়টি সত্য মিথ্যা যাচাই করে সত্য প্রমাণিত হলে উক্ত টাকা সমিতি বরাবর ফেরত আনার ব্যবস্থা করা।এওয়াজ পদ্ধতিতে সমিতি বরাবর জমি রেজিঃ প্রদানের ক্ষেত্রে দাতার নিজ খরচে রেজিঃ প্রদানের বিধান থাকিলেও সি ব্লকের এওয়াজের কিছু কিছু রেজিঃ দলিল সম্পাদনের সময় সমিতির তহবিল থেকে ব্যয় করা হয়েছে মর্মে জানা যায়, বিষয়টি সত্যমিথ্যা যাচাই করা আবশ্যক।
১০। সমিতির সদস্য বরাবর জমি রেজিস্ট্রারী দলিল মূলে সৃজিত খতিয়ান, সৃজিত হইলেও বাস্তব দখলের সাথে দাগের মিল না থাকার বিষয় সমাধানের স্বার্থে বিএস সিটের উপর লে—আউট প্ল্যান সুপার কম্পোজিশন অর্থাৎ উপরিপাতন করে কত নং প্লট, বিএস কোন দাগের উপর স্থীত,তা নির্ধারণ পূর্বক সংশোধনী দলিলের মাধ্যমে ত্রুটিমুক্ত করা এবং রেজিষ্ট্রি দলিল ও দাগ উভয় ঠিক আছে, কিন্তু খতিয়ান হচ্ছে না তা সমিতির মাধ্যমে সমাধান করা।
১১। সমিতির স্থায়ী আয়ের জন্য নির্ধারিত বাণিজ্যিক প্লট, যা ইতিপূর্বে ব্যক্তির নামে বরাদ্দের মাধ্যম ও রেজিষ্ট্রি প্রদান পূর্বক জটিলতা সৃষ্টি হয়ে আছে, তা স্থায়ী সমাধান পূর্বক বাইপাস সড়কের উভয় পার্শ্বে বাণিজ্যিক ভিত্তিতে অস্থায়ীভাবে ভাড়া প্রদান পূর্বক আয়ের ব্যবস্থা করা।
১২। সমিতির প্রকল্পের অভ্যন্তরের জমি ও প্রকল্পের পার্শ্বের ভূমি মালিকের সাথে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে উপ—কমিটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা।
১৩। সমিতির পক্ষে—বিপক্ষে চলমান মামলা সমূহ নিম্পত্তি ও উপরে উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়নের পরার্মশ এবং তদারকীর স্বার্থে কার্যকরী কমিটিকে সহযোগিতার জন্য সাধারণ সদস্যগণের সমন্বয়ে উপ কমিটি গঠন করা।
১৪। প্রকল্পের নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব প্রকল্পে চারপার্শ্বে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সমাপ্ত করা। কমিটি গঠন করে যাবতীয় বিষয় মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।
১৫। সমিতির প্রারম্ভিক সময় থেকে প্রচলিত নিয়ম (যা সম্প্রতি বাদ পড়েছে) বাৎসরিক আয়—ব্যয় ও বাজেট এবং অডিট আপত্তির সংশোধনী, বার্ষিক প্রতিবেদন সন্নিবেশিত করে প্রচার করা।
১৬। ন্যায্য কারণে বি ব্লকের কিছু সংখ্যক প্লট চেঞ্জ করার প্রয়োজন হলে, দায়িত্ব প্রাপ্তগণ ন্যায়নীতির তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে ইচ্ছামত যত্রতত্র, এমনকি সমিতির মালিকানা বিহীন জমিতে প্লট পুনঃ বরাদ্দ দিয়ে সুবিচার না করায় সমিতিকে চির অভিশপ্ত করিয়াছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধান করা।
উপরোক্ত দাবী সমুহ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অত্র সংগঠনের সকল সদস্যগণের পক্ষ থেকে উত্থাপন করা হইল।

আবেদনকারী
পিয়ারু
সাবেক সাধারণ সম্পাদক
উত্তরন গৃহায়ন সমবায় সমিতি লিমিটেড