উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যকরী পরিষদের ৪টি শূণ্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। জুমাবার (১৭ ই মে) উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুপুর ০৩ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ৪ পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে ভোট গণনা সম্পন্ন করার পর বিকাল ৫.৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন (তানভীর শাহরিয়ার) ও সহকারী নির্বাচন কমিশনার চ্যানেল উখিয়া' চেয়ারম্যান মোহাম্মদ শহীদ এবং সহকারী কমিশনার নুরুল বশর ব্রিফিং এর মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠিত উপ-নির্বাচনে সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক খোলা কাগজের উখিয়া প্রতিনিধ মুসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সাপ্তাহিক সোনাইছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন "বার্তা ১০" এর উখিয়া প্রতিনিধি ইমরান জাহেদ ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে উখিয়া নিউজ টুডে' এর সহ- সম্পাদক ইকবাল বাহার চৌধুরী।
ক্লাবের অন্যান্য কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, বর্তমান সফল সভাপতি এম,আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাশেদ নুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জয়, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, কার্যকরী সদস্য আব্দুর রহিম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক সহ-সভাপতি এম আর আয়াজ রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক মুফিজুল ইসলাম ও সাবেক অর্থ সম্পাদক হেলাল উদ্দিনকে স্থায়ী বহিষ্কার করায় পদ শূণ্য হলে তাদের স্থানে শূন্য পদে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।