কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ও মহেশখালী আইনজীবী পরিষদ, কক্সবাজারের নিয়মিত সদস্য বিজ্ঞ এডভোকেট মু. রাহমত উল করিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, মহেশখালী আইনজীবী পরিষদ, কক্সবাজারের সভাপতি বিজ্ঞ এডভোকেট গোলাম ফারুক খান কায়সার ও সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট নুরুল ইসলাম সায়েম। বিবৃতিতে বিজ্ঞ আইনজীবীগণ বলেন, গত ০৪ মে, ২০২৪ইং তারিখ বড় মহেশখালী ফকিরা কাটায় লবণ ডাকাতিতে স্থানীয় ওসমান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। উক্ত মামলায় বিজ্ঞ এডভোকেট মু. রাহমত উল করিম কোনভাবেই জড়িত না থাকা স্বত্বেও নিহত ওসমানের পিতা আবুল হাশেম বাদী হয়ে গত ১২ মে, ২০২৪ইং তারিখ বিজ্ঞ এডভোকেট মু. রাহমত উল করিমকে জড়িয়ে ২৮ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মিথ্যা মামলায় বিজ্ঞ এডভোকেট মু. রাহমত উল করিমকে আসামী করায় বিজ্ঞ আইনজীবীগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহত ওসমান হত্যা মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন।