কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল গ্রামের মেয়ে নাজমা বেগম আমিন এখন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তেতুইয়া তাফহীমুল কুরআন আলিম মাদ্রাসার প্রধান মোহাম্মদ আমিন ও রাহেলা আমিনের জ্যেষ্ঠ কন্যা নাজমা। কক্সবাজার সদর উপজেলা থেকে প্রথম নারী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি লাভ করে ইতিহাস গড়েছেন তিনি।
এর আগে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমা। তার কর্মজীবনে রাঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের স্থানীয় প্রশাসন প্রসারণ কর্মকর্তা (এলএইও) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
জনসেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে নাজমা বলেছেন, "দেশ ও মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণ দিতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"