৩২ বছরের বৈষম্য যা বাংলাদেশে নজীরবিহীন,এই অবসান দূরীকরণের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স—মাস্টার্স শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ অক্টোবর সকাল ১০টার সময় মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে এবং গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখ ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স—মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক নুরুল আবছার সিকদার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স—মাস্টার্স শিক্ষক রয়েছে কিন্তু,দীর্ঘ ৩২ বছর ধরে আমরা বৈষম্যের শিকার, দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছি,আমি নিজেও বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে অংশগ্রহণ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগকে বিতাড়িত করেছি, অত্যন্ত দুঃখের বিষয় গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালনের সময় পুলিশ আমাদের উপর যে হামলা করেছে তা মেনে নেয়া যায়না, এতে কেন্দ্রীয় সভাপতি নেকবর হোসেন,মেহরাব হোসেন, মো: হুমায়ুন কবির সুমন, চট্টগ্রাম জেলার মোস্তফা কামাল ও জয়নাল আবেদিন,কুমিল্লা জেলা সভাপতি উম্মে সালমা,নোয়াখালী জেলা সভাপতি মোঃ শাহাব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি বকুল মিয়া হাজারী, চাঁদপুরের জেলা সভাপতি মো: বাদশা চৌধুরী,ফেনী জেলা সভাপতি মাসুবুল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা সভাপতি মো: সোহেল হোসেন, উখিয়া কলেজ সভাপতি ফরিদুল আলম, কক্সবাজার জেলার নয়জনসহ চট্টগ্রাম বিভাগের ৮ জেলা এবং সারা দেশের সকল জেলার শতাধিক শিক্ষক আহত হয়েছে,তিনি বলেন আওয়ামীপন্থী এই পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে।তা না হলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল পাবলিক পরীক্ষা ও ক্লাস বর্জনসহ আমরণ অনশনে যাব বলে হুঁশিয়ারি জানান।এতে আরও বক্তব্য রাখেন,জেলা সভাপতি আবদুল মালেক কাজল ও সাধারণ সম্পাদক জহিরুল হক,ফাতেমা আক্তার মিনা,তাছলিমা খানম, আবুল আলা শিবলী, আরিফুল ইসলাম,আবদুল করিম,নাছির উদ্দিন, উজ্জল কান্তি দেব, হালিমা আকতারসহ প্রমুখ।