বিগত ৫ অক্টোবর অবগত না করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় নেতা-কর্মীরা পদত্যাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে লিখিত স্বাক্ষকের মাধ্যমে পদত্যাগ করেছেন অন্তত ১৬ জন।
জানা গেছে, এস.এম রেজাউল করিমকে আহ্বায়ক ও জাফর আলমকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
তবে কৃষকদলে অন্তর্ভুক্ত নেতা- মো: জিন্নাত,ছাবের আহমদ,মো: আলমগীর এর দাবি তারা দীর্ঘদিন ধরে সদর এবং ইউনিয়ন শ্রমিকদলের সাথে সম্পৃক্ত রয়েছে। সদ্য কৃষকদলের কমিটি গঠনের বিষয়ে তারা কিছুই জানেন না।
এবিষয়ে কক্সবাজার সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মুফিজুর রহমান জানান, আমার সাথে কোনো প্রকার আলাপ-আলোচনা না করেই আমার স্বাক্ষর ছাড়াই কমিটি দেয়া হয়েছে। সংবিধান এবং গঠনতন্ত্র ছাড়াই এ কমিটি দেয়া হয়েছে বলে দাবিও করেন।
কক্সবাজার সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম বলেন, আমাদের কারো সাথে আলাপ আলোচনা না করে এ আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
দ্রুত সময়ের মধ্যে উক্ত কমিটি প্রত্যাহার করে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি দেয়ার আহ্বান চৌফলদন্ডি ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীদের।