সদর উপজেলার ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঝিলংজা’র দক্ষিণ ডিককুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি ও তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
স্বজনরা জানায়, রাত ২টার দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ি লাগোয়া পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায়। পরে সেখানে গিয়ে দেখেন স্বপরিবার নিয়ে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজান’কে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতায় স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা আরও জানায়, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে।গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়।পরে মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৩৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা চলমান মৌসুমে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধ্বসে মা ও দুই কন্যা শিশুর মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত সময় : ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- ৫৫ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়