১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কাবায় রমজানের প্রথম তারাবি পড়ালেন যে তিন ইমাম

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে স্থানীয় সময় রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সোমবার (১১ মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন দেশটির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম। রোববার (১০ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস। তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন তিনি। এ ছাড়া এদিন ইশার নামাজেও ইমামতি করেন এ শায়েখ। অন্যদিকে মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম।
রোববার স্থানীয় সময়ে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র তারাবির নামাজ আদায় করেছে। এছাড়া সোমবার থেকে রোজাও রাখছেন এ সব দেশের মুসলমানেরা।অন্যদিকে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য, সংস্কার বিষয়ে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ- ধর্ম উপদেষ্টা

কাবায় রমজানের প্রথম তারাবি পড়ালেন যে তিন ইমাম

প্রকাশিত সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে স্থানীয় সময় রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সোমবার (১১ মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন দেশটির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম। রোববার (১০ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস। তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন তিনি। এ ছাড়া এদিন ইশার নামাজেও ইমামতি করেন এ শায়েখ। অন্যদিকে মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম।
রোববার স্থানীয় সময়ে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র তারাবির নামাজ আদায় করেছে। এছাড়া সোমবার থেকে রোজাও রাখছেন এ সব দেশের মুসলমানেরা।অন্যদিকে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।