০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুতুপালংয়ের ফিরোজের আকুতি:আমি বাঁচতে চাই,হ্নদয়বান মানুষের সহযোগিতায়

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৪৬ ভিউ

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলবনিয়া গ্রামের টগবগে যুবক ফিরোজ আহমদ।সে ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে বিছানায় কাতরাচ্ছেন।সে পেশায় দিনমজুর-কামলা।পিতার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে।তার আয়ে চলতো সংসার।দীর্ঘদিন ধরে অসুস্থ্যতার দরুন,নিজের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারের সহযোগিতায় সাধ্যমত চিকিৎসা সেবা নিয়েছেন।এখন আর পারছেন না।
পরিবার,আত্মীয়স্বজন,পাড়া-প্রতিবেশীদের স্বেচ্ছায় প্রদেয় টাকায় চিকিৎসা করেও সুস্থ্য হতে পারেন নি।পুরোপুরি সুস্থ্য হতে প্রয়োজন বিপুল অংকের টাকার।কিন্তু পরিবার এখন সহায়-সম্বলহীন।ফিরোজ আহমদের শারিরীক অবস্থা দিন-দিন অবনতির দিকে যাচ্ছে।প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা পেলে হয়তো সুস্থ্য হয়ে উঠতে পারেন।কিন্তু অর্থাভাবে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে অকালে ঝরে যেতে পারেন ফিরোজ আহমদ।তার বেঁচে থাকার আকুতি বিবেকবান মানুষ’কে নাড়া দেবে।মানুষ দেখলে অপলক চেয়ে থাকেন।কিছু একটা বলার চেষ্টা করেন।যেনো সে বেঁচে থাকতে চান,এমন আর্জি জানান।দেশের বিত্তবান মানুষের সহযোগিতায় ফিরোজ আহমদ বেঁচে যেতে পারেন।তাই হ্নদয়বান মানুষের সহযোগিতায় ফিরোজ আহমদ বাঁচতে চাই।
তাকে সহযোগিতা করার যোগাযোগ-
ফিরোজ আহাম্মদ(রোগী)পিতাঃরশিদ আহম্মদ,মাতাঃছেনুয়ারা বেগম,নলবনিয়া
-কুতুপালং,উখিয়া,কক্সবাজার।বিকাশ:01868064289।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

কুতুপালংয়ের ফিরোজের আকুতি:আমি বাঁচতে চাই,হ্নদয়বান মানুষের সহযোগিতায়

প্রকাশিত সময় : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলবনিয়া গ্রামের টগবগে যুবক ফিরোজ আহমদ।সে ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে বিছানায় কাতরাচ্ছেন।সে পেশায় দিনমজুর-কামলা।পিতার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে।তার আয়ে চলতো সংসার।দীর্ঘদিন ধরে অসুস্থ্যতার দরুন,নিজের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারের সহযোগিতায় সাধ্যমত চিকিৎসা সেবা নিয়েছেন।এখন আর পারছেন না।
পরিবার,আত্মীয়স্বজন,পাড়া-প্রতিবেশীদের স্বেচ্ছায় প্রদেয় টাকায় চিকিৎসা করেও সুস্থ্য হতে পারেন নি।পুরোপুরি সুস্থ্য হতে প্রয়োজন বিপুল অংকের টাকার।কিন্তু পরিবার এখন সহায়-সম্বলহীন।ফিরোজ আহমদের শারিরীক অবস্থা দিন-দিন অবনতির দিকে যাচ্ছে।প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা পেলে হয়তো সুস্থ্য হয়ে উঠতে পারেন।কিন্তু অর্থাভাবে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে অকালে ঝরে যেতে পারেন ফিরোজ আহমদ।তার বেঁচে থাকার আকুতি বিবেকবান মানুষ’কে নাড়া দেবে।মানুষ দেখলে অপলক চেয়ে থাকেন।কিছু একটা বলার চেষ্টা করেন।যেনো সে বেঁচে থাকতে চান,এমন আর্জি জানান।দেশের বিত্তবান মানুষের সহযোগিতায় ফিরোজ আহমদ বেঁচে যেতে পারেন।তাই হ্নদয়বান মানুষের সহযোগিতায় ফিরোজ আহমদ বাঁচতে চাই।
তাকে সহযোগিতা করার যোগাযোগ-
ফিরোজ আহাম্মদ(রোগী)পিতাঃরশিদ আহম্মদ,মাতাঃছেনুয়ারা বেগম,নলবনিয়া
-কুতুপালং,উখিয়া,কক্সবাজার।বিকাশ:01868064289।