উখিয়ার রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের কুতুপালং বাজারের কচুবনিয়া রাস্তার মাথা(কক্সবাজার-টেকনাফ সড়ক) সংলগ্ন শাহজাহান মার্কেটের ভিতর এক ভবঘুরে নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।কোন নাম পরিচয় সনাক্ত করা যায় নি।পাওয়া যায় নি ওয়ারিশান।ফলে স্থানীয় লোকজন দাফন কার্য সম্পন্ন করেছে।২৬ আগষ্ট(সোমরার) অনুমান ৪০ বছর বয়সী ওই নারীর কোন পরিচয় ওয়ারিশান সনাক্ত করতে না পেরে উখিয়া থানা পুলিশের অনুমতিক্রমে বেওয়ারিশ হিসেবে কুতুপালংস্থ একটি গোরস্থানে দাফন করা হয়।
কুতুপালং বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান,ওই নারী গুরুতর অসুস্থ্য ছিল।শরীর হাড় কংকাল প্রকৃতির। ওই নারী গত কয়েক দিন ধরে কুতুপালং বাজার এলাকায় ঘুরাফেরা করছিল। রাত নামলেই কুতুপালং বাজারের কচুবনিয়া রাস্তার মাথা সংলগ্ন শাহজাহান মার্কেটের ভিতরে খোলা জায়গায় ঘুমিয়ে পড়তো।শরীরে শাড়ী পরিহিত ছিল কিন্তু মাথায় চুল নেই। স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান,ওইদিন বেলা বারোটার দিকে সে মারা যান।তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি:এর সাধারণ সম্পাদক মো.আলী জানান,খবর পেয়ে উখিয়া থানায় অবগত করি।পরিচয় নিশ্চিত না হওয়ায় এবং কোন ওয়ারিশান না পাওয়ায় পুলিশ বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করার অনুমতি দিলে বাজারের লোকজন নিজেদের অর্থে দাফন-কাফন সম্পন্ন করেন।