০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে বদলি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • ১০০ ভিউ

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিষ্ঠাতা ও সংগঠনের বর্তমান প্রধান নাথান বমের স্ত্রীকে বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল লালমনিরহাটের ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দিপালী বাড়ইকেও বদলি করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সদের ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। নতুন কর্মস্থলে যোগদান না করলে ৯ এপ্রিল বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। তবে বদলির পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নাথানের স্ত্রীর নাম লেলসমকিম বম। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার এক দিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এসব ঘটনার পর বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

কক্সবাজারের প্রধান সড়কে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান, যাতায়াতে ভোগান্তি

কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে বদলি

প্রকাশিত সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিষ্ঠাতা ও সংগঠনের বর্তমান প্রধান নাথান বমের স্ত্রীকে বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল লালমনিরহাটের ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দিপালী বাড়ইকেও বদলি করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সদের ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। নতুন কর্মস্থলে যোগদান না করলে ৯ এপ্রিল বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। তবে বদলির পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নাথানের স্ত্রীর নাম লেলসমকিম বম। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার এক দিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এসব ঘটনার পর বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।