১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কে এই তৌহিদুল মোস্তফা?

কে এই তৌহিদুল মোস্তফা?

নিজস্ব প্রতিবেদক

এই সেই তৌহিদুল মোস্তফা।যিনি সহিংস,দেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একদা মহেশখালী থেকে বিতাড়িত হয়ে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন।পরে তিনি লেখা -পড়ার পাঠ চুকিয়ে উপায়ন্তর না দেখে জীবন-জীবিকার তাগিদে রোহিঙ্গা ঢলের একপর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাসে PSS কাউন্সিলর পদে যোগদান করেন।কিন্তু আলিশান জীবন -যাপনে অভ্যস্ত এই মোস্তফার আর তর সইলোনা।নিজের আখের গোছানোর জন্য তিনি স্কাসে শুরু করে দেন তার এজেন্ডা বাস্তবায়নের কাজ।লক্ষ্য সংস্থার উচ্চ পদ দখল।
এইকাজে তিনি বেশ চতুরতার সহিত দ্রুত তিনি সফলও হন।তৈলমর্দনে সিদ্ধহস্ত এই ব্যক্তি একে একে তার পথের কাঁটা সরিয়ে সংস্থায় রাতারাতি বনে যান একাধিক প্রজেক্টের কো-অর্ডিনেটর।তার এই এজেন্ডা বাস্তবায়নের পথে যারাই কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তাদেরকে সংস্থা থেকে সংস্থাটির চেয়ারম্যানকে ভুল-ভাল বুঝিয়ে সরিয়েও দেন। বর্তমানে তিনি আরও বেপরোয়া।তার মিশন এখন সংস্থা থেকে যেকজন হাতেগোনা স্থানীয় চাকরিজীবী রয়েছে তাদের বিতাড়িত করা।কারণ স্থানীয়দের বিতাড়িত করতে পারলেই তিনি তার পরবর্তী মিশন সংস্থাটিকে স্বাধীনতা বিরোধীদের আখড়ায় পরিণত করে তার চেতনায় লালন করা রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন অন্যদিকে অঢেল বিত্তবৈভবের মালিক হওয়ার পথকে পরিষ্কার করতে পারবেন।কিন্তু এখন বিধি বাম।

এতদিন পার পেলেও তৌহিদুল মোস্তফা আর রেহাই পাচ্ছেন না।স্থানীয়দের স্বার্থে উখিয়াবাসীর এখন একটাই দাবী স্থানীয়দের স্বার্থ বিরোধী তৌহিদকে অবিলম্বে উখিয়া ছাড়তে হবে।অন্যথায় শীঘ্র তারা উখিয়া স্কাস অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি ঘোষণা করবেন।এই ব্যাপারে একাধিকবার তৌহিদুল মোস্তফার বক্তব্য জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

কে এই তৌহিদুল মোস্তফা?

প্রকাশিত সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক

এই সেই তৌহিদুল মোস্তফা।যিনি সহিংস,দেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একদা মহেশখালী থেকে বিতাড়িত হয়ে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন।পরে তিনি লেখা -পড়ার পাঠ চুকিয়ে উপায়ন্তর না দেখে জীবন-জীবিকার তাগিদে রোহিঙ্গা ঢলের একপর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাসে PSS কাউন্সিলর পদে যোগদান করেন।কিন্তু আলিশান জীবন -যাপনে অভ্যস্ত এই মোস্তফার আর তর সইলোনা।নিজের আখের গোছানোর জন্য তিনি স্কাসে শুরু করে দেন তার এজেন্ডা বাস্তবায়নের কাজ।লক্ষ্য সংস্থার উচ্চ পদ দখল।
এইকাজে তিনি বেশ চতুরতার সহিত দ্রুত তিনি সফলও হন।তৈলমর্দনে সিদ্ধহস্ত এই ব্যক্তি একে একে তার পথের কাঁটা সরিয়ে সংস্থায় রাতারাতি বনে যান একাধিক প্রজেক্টের কো-অর্ডিনেটর।তার এই এজেন্ডা বাস্তবায়নের পথে যারাই কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তাদেরকে সংস্থা থেকে সংস্থাটির চেয়ারম্যানকে ভুল-ভাল বুঝিয়ে সরিয়েও দেন। বর্তমানে তিনি আরও বেপরোয়া।তার মিশন এখন সংস্থা থেকে যেকজন হাতেগোনা স্থানীয় চাকরিজীবী রয়েছে তাদের বিতাড়িত করা।কারণ স্থানীয়দের বিতাড়িত করতে পারলেই তিনি তার পরবর্তী মিশন সংস্থাটিকে স্বাধীনতা বিরোধীদের আখড়ায় পরিণত করে তার চেতনায় লালন করা রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন অন্যদিকে অঢেল বিত্তবৈভবের মালিক হওয়ার পথকে পরিষ্কার করতে পারবেন।কিন্তু এখন বিধি বাম।

এতদিন পার পেলেও তৌহিদুল মোস্তফা আর রেহাই পাচ্ছেন না।স্থানীয়দের স্বার্থে উখিয়াবাসীর এখন একটাই দাবী স্থানীয়দের স্বার্থ বিরোধী তৌহিদকে অবিলম্বে উখিয়া ছাড়তে হবে।অন্যথায় শীঘ্র তারা উখিয়া স্কাস অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি ঘোষণা করবেন।এই ব্যাপারে একাধিকবার তৌহিদুল মোস্তফার বক্তব্য জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।