উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংস্থা,ব্যক্তি ও প্রবাসীদের পাঠানো সাহায্যের টাকায় চলছে নয়-ছয়।এসব প্রতারণায় জড়িত খোদ রোহিঙ্গা প্রতারক চক্র।জানা গেছে,প্রবাসে থাকা রোহিঙ্গাদের বিভিন্ন ভাবে বুঝিয়ে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রনোদনা চেয়ে চাহিদা পাঠায়।প্রবাসের বিভিন্ন ইসলামী সংস্থা,ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রোহিঙ্গা প্রতারকরা।রোহিঙ্গাদের পানি সংকট নিরসনে নলকুপ স্থাপন,সেলাই মেশিন প্রদান, থালাবাটি, কাপড়চোপড়, পড়ালেখার সামগ্রী বিতরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও মাদ্রাসা ছাত্রদের পোষাক ক্রয়ের জন্য প্রবাসে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে টাকা পাঠান ক্যাম্পে অবস্থানরত পরিচিত রোহিঙ্গাদের নামে।সেসব টাকায় নামে মাত্র খরচ করে লাখ-লাখ টাকা আত্মসাৎ করে যাচ্ছেন রোহিঙ্গাদের একটি প্রতারক চক্র।সেসব প্রতারক চক্র শুধু ছবি তোলে প্রবাসে থাকা রোহিঙ্গাদের নিকট পাঠান এবং টাকার চাহিদা জানান।প্রবাস থেকে টাকা হাতে পেলে নামেমাত্র লোক দেখানো সহায়তার ছবি তোলে কাজ সম্পন্ন করেন।এমন প্রতারণার ফাঁদ পেতে লাখ-লাখ টাকা নিজেদের পকেটস্থ করছেন প্রতারক চক্রের রোহিঙ্গা সদস্যরা।জড়িত প্রতারক রোহিঙ্গারা হলেন,কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লক'র আব্দুল হামিদ,মৌলানা নূর কামাল,ইব্রাহীম ও সাহাব উদ্দিন।বিভিন্ন ইসলামী সংস্থার আড়ালে বিদেশ থেকে পাওয়া লাখ-লাখ টাকা মাঠ পর্যায়ে লোক দেখানো কাজ করে মিলেমিশে হাতিয়ে নিচ্ছেন।অনেক সাধারণ নিরীহ রোহিঙ্গা নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রতারক এসব রোহিঙ্গারা সহায়তার টাকা মেরে দিয়ে নিজেদের দল ভারী করছেন।এসব টাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের পাশে রাখেন।যাতে নিরীহ রোহিঙ্গারা ভয়ে মুখ খোলেন না।কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো.নান্নু মিয়া বলেন,এমন কর্মকান্ড সম্পর্কে আমার জানা নেই।তবে সুনির্দিষ্ট তথ্য বা কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করবো।