রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল বন্দরে ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (২৪ মার্চ) ক্রিমিয়ায় নিয়োজিত রুশ কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, আমাদের সামরিক বাহিনী সেভাস্তোপলে ব্যাপক আক্রমণ প্রতিহত করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী আহত হয়েছেন। একটি অফিস ভবন ও গ্যাস লাইনসহ বেশকিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ইউক্রেনের ব্যাপক হামলায় রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সমুদ্র ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বেশ কয়েক ঘণ্টা যান চলাচল স্থগিত থাকে।
গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই।
কয়েক দিন আগে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই জানান, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে।
ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়।