কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইলেকট্রিশিয়ান এন্ড সেনেটারী মিস্ত্রি কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। (১৮ অক্টোবর ) শুক্রবার বিকাল ৪ টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের হল রুমে নবনির্বাচিত কমিটির ১০ জন সদস্য এ শপথ গ্রহণ করেন। কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র সমিতির, নির্বাচন কমিশনের প্রধান, সাবেক আহবায়ক ও প্রধান উপদেষ্টা মো: আরাফাত উদ্দিন আলফাজ।
শপথ গ্রহণকারীরা হচ্ছেন সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি ছফুর আলম, এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,যুগ্ম সম্পাদক, রায়হান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক, জালাল উদ্দীন কালু, অর্থ সম্পাদক, ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক, মো: ইসমাঈল হোছেন রিয়াদ,কার্যকরি সদস্য, ১ সেলিম উদ্দিন২ ওসমান গনি রুবেল ৩ জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সমিতির সাবেক সদস্য সচিব মোর্শেদুল করিম, উপদেষ্টা মো: রহিম, টাইম বাজার সোলতান সেনেটারী স্বত্বাধিকারী রামজানুল হক,পাল পাড়া বাজার মমতাজ সেনেটারী এন্ড ইলেকট্রিক স্বত্বাধিকারী এরশাদুল করিম এরশাদ, কাউয়ার পাড়া বাজার ফাহাদ ট্রেডিং স্বত্বাধিকারী শাহিদুল করিম ফাহাদ কাউয়ার পাড়া বাজার বি আলম ইলেকট্রিক এন্ড সেনেটারী স্বত্বাধিকারী সোহেল ইমতিয়াজ সোহেল, ডেইল পাড়া বাজার মায়ের দোয়া ট্রেডাস স্বত্বাধিকারী মৌ: দেলোয়ার হোছাইন,তেতৈয়া বশির ট্রেডর্স স্বত্বাধিকারী বশির আহাম্মদ।
উক্ত শপত অনুষ্ঠানে খুরুশকুল ইলেকট্রিশিয়ান এন্ড সেনেটারী মিস্ত্রি কল্যাণ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বলেন আমাকে অত্র সমিতির সদস্য রা ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আমাকে সমিতির দায়িত্ব দিয়েছেন আমি কার্যনির্বাহী সদস্য এবং আমার সভাপতি সকল সদস্য কে সাথে নিয়ে সমিতিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান বলেন আলহামদুলিল্লাহ আমি আজ থেকে অত্র সমিতির দায়িত্ব ভার কাঁদে নিছি সমিতির সদস্যরা আমাকে ভোট দিয়ে এই দায়িত্ব দিয়ছেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈধ ভাবে যা যা করতে সকল সদস্যদের মতামত নিয়ে যাব ইনশাআল্লাহ।
প্রধান অতিথি ও সাবেক আহবায়ক, প্রধান উপদেষ্টা মো: আরাফাত উদ্দিন বলেন সুন্দর ভাবে নির্বাচন হয়েছে শপথ ও পাঠ করা হয়ছে সুন্দর ভাবে দায়িত্ব পালন করার জন্য একটি সুন্দর সমিতি খুরুশকুল ইউনিয়ন বাসীকে উপহার দেওয়ার জন্য নির্বাচিত সদস্য কে এবং সমিতির সকল সদস্যকে ঐক্য ভাবে থাকতে হবে এবং আগামী এক বছর খুরুশকুল ইলেকট্রিশিয়ান এন্ড সেনেটারী মিস্ত্রি কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।