০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমধুমে বিজিবি’র পৃথক অভিযান:ইয়াবা ও সার উদ্ধার : আটক-১: টমটম জব্দ

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
২ সেপ্টেম্বর(বুধবার) সকাল সাড়ে ৯ টারদিকে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি’র বিশেষ টহল দল ২ হাজার পিস ইয়াবা একজনকে আটক করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র রেজুপাড়া বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃতোফাজ্জল হোসেন’র নেতৃত্বে টহলদলটি বিওপির ২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশ অভ্যান্তরে গর্জনবনিয়া পেঁপে বাগানস্থ কলিরছড়া নামক স্থান থেকে ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়।এ সময় নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া পাড়ার মংব্রা অং চাকমার ছেলে দেপাল চাকমা (২০)কে গ্রেফতার করা হয়।তার হেফাজত থেকে একটি স্মার্ট ফোন,একটি মিনি টমটম জব্দ করা হয়।যার মুল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।এসব জব্দকরা ইয়াবা,গাড়ি, মোবাইল সহ তাকে নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
অপরদিকে একইদিন বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র লেম্বুছড়ি বিওপির মোঃ বদরুল আলমের নেতৃত্বে টহল দল  বিওপির দক্ষিণে বালুর মাঠ নামক জায়গা থেকে মালিক বিহীন‌ ৫ বস্তা বাংলাদেশী সার উদ্ধার করেছে। এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা।

ট্যাগ :
পাঠকপ্রিয়

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবক’কে গলাটিপে হত্যা!

ঘুমধুমে বিজিবি’র পৃথক অভিযান:ইয়াবা ও সার উদ্ধার : আটক-১: টমটম জব্দ

প্রকাশিত সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
২ সেপ্টেম্বর(বুধবার) সকাল সাড়ে ৯ টারদিকে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি’র বিশেষ টহল দল ২ হাজার পিস ইয়াবা একজনকে আটক করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র রেজুপাড়া বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃতোফাজ্জল হোসেন’র নেতৃত্বে টহলদলটি বিওপির ২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশ অভ্যান্তরে গর্জনবনিয়া পেঁপে বাগানস্থ কলিরছড়া নামক স্থান থেকে ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়।এ সময় নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া পাড়ার মংব্রা অং চাকমার ছেলে দেপাল চাকমা (২০)কে গ্রেফতার করা হয়।তার হেফাজত থেকে একটি স্মার্ট ফোন,একটি মিনি টমটম জব্দ করা হয়।যার মুল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।এসব জব্দকরা ইয়াবা,গাড়ি, মোবাইল সহ তাকে নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
অপরদিকে একইদিন বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র লেম্বুছড়ি বিওপির মোঃ বদরুল আলমের নেতৃত্বে টহল দল  বিওপির দক্ষিণে বালুর মাঠ নামক জায়গা থেকে মালিক বিহীন‌ ৫ বস্তা বাংলাদেশী সার উদ্ধার করেছে। এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা।