০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের তিন হিন্দু রোহিঙ্গা আটক পরবর্তী পুশব্যাক

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১২ ভিউ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ী সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অতিক্রম কালে বিজিবি’র হাতে ধরা পড়েছে মিয়ানমারের তিন হিন্দু নাগরিক।তাদের বাইশ ফাঁড়ী বিওপির বিজিবি’র জোয়ানেরা আটক করেছে।
২৮ সেপ্টেম্বর (শনিবার )সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি’ উপজেলারর আওতাধীন বাইশফাঁড়ি বিওপি’র সীমান্ত পিলার ৩৬’র উত্তর দিকে বাংলাদেশ অভ্যন্তরে বাইশফাঁড়ীর মধ্যমপাড়া মেম্বার বাড়ী সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই শিশু সহ ৩ মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের বাইশফাঁড়ি বিওপি’র হেফাজতে রাখা হয়।তাদের ২৯ সেপ্টেম্বর যেকোন সময়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন,
রুমা দাস (২৫ ), স্বামীঃ রূপম দাস রিকা দাস (৭), পিতাঃ রুপম দাস ও শিবা দাস (৫), পিতাঃ রূপম দাস।তারা মংডুর মেদাইর বলিবাজার এলাকার বাসিন্দা।ধারণা করা হচ্ছে,মিয়ানমার অভ‍্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের তিন হিন্দু রোহিঙ্গা আটক পরবর্তী পুশব্যাক

প্রকাশিত সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ী সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অতিক্রম কালে বিজিবি’র হাতে ধরা পড়েছে মিয়ানমারের তিন হিন্দু নাগরিক।তাদের বাইশ ফাঁড়ী বিওপির বিজিবি’র জোয়ানেরা আটক করেছে।
২৮ সেপ্টেম্বর (শনিবার )সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি’ উপজেলারর আওতাধীন বাইশফাঁড়ি বিওপি’র সীমান্ত পিলার ৩৬’র উত্তর দিকে বাংলাদেশ অভ্যন্তরে বাইশফাঁড়ীর মধ্যমপাড়া মেম্বার বাড়ী সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই শিশু সহ ৩ মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের বাইশফাঁড়ি বিওপি’র হেফাজতে রাখা হয়।তাদের ২৯ সেপ্টেম্বর যেকোন সময়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন,
রুমা দাস (২৫ ), স্বামীঃ রূপম দাস রিকা দাস (৭), পিতাঃ রুপম দাস ও শিবা দাস (৫), পিতাঃ রূপম দাস।তারা মংডুর মেদাইর বলিবাজার এলাকার বাসিন্দা।ধারণা করা হচ্ছে,মিয়ানমার অভ‍্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ আশ্রয়ের জন্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে থাকা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল।