০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমধুম সীমান্তে ৯ মিয়ানমার হিন্দু রোহিঙ্গা’র অনুপ্রবেশ: অত:পর পুশব্যাক

  • শ.ম.গফুর:
  • প্রকাশিত সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২৫ ভিউ

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৯ জন মিয়ানমারের হিন্দু নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে বিজিবি।১অক্টোবর( মঙ্গলবার) সন্ধ্যায় 
নাইক্ষ্যংছড়ি’র রেজুআমতলী বিওপি’র পশ্চিম দিকে স্থানীয় রেজুআমতলী মোড়ে গোয়েন্দা সদস্য কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় সিএনজি তল্লাশী করে তাদের আটক করেন।তারা বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আমবাগান নামক স্থান দিয়ে স্থানীয় ২জন পাহাড়ী নাগরিক’র সহযোগীতায় অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আদেশক্রমে রাতেই  আটককৃ মিয়ানমারের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।আটককৃত সবাই  মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের লোক। তারা হলেন।
শ্রী নিকিতা (২০),কবিতা (৪), শ্রী সুমা (২০),অভি (২),আকাশ (৩),শ্রী উষা রাণী (২৮),রিতু (৩), শ্রীদম (২১) ও প্রকাশ।তারা মিয়ানমারের মং মডু থানার
সুধারপাড়ার বাসিন্দা।

ট্যাগ :
পাঠকপ্রিয়

‘স্টেপ ডাউন ইউনুস’পোস্ট করে আটক হলেন যুবক!

ঘুমধুম সীমান্তে ৯ মিয়ানমার হিন্দু রোহিঙ্গা’র অনুপ্রবেশ: অত:পর পুশব্যাক

প্রকাশিত সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৯ জন মিয়ানমারের হিন্দু নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে বিজিবি।১অক্টোবর( মঙ্গলবার) সন্ধ্যায় 
নাইক্ষ্যংছড়ি’র রেজুআমতলী বিওপি’র পশ্চিম দিকে স্থানীয় রেজুআমতলী মোড়ে গোয়েন্দা সদস্য কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় সিএনজি তল্লাশী করে তাদের আটক করেন।তারা বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আমবাগান নামক স্থান দিয়ে স্থানীয় ২জন পাহাড়ী নাগরিক’র সহযোগীতায় অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আদেশক্রমে রাতেই  আটককৃ মিয়ানমারের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।আটককৃত সবাই  মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের লোক। তারা হলেন।
শ্রী নিকিতা (২০),কবিতা (৪), শ্রী সুমা (২০),অভি (২),আকাশ (৩),শ্রী উষা রাণী (২৮),রিতু (৩), শ্রীদম (২১) ও প্রকাশ।তারা মিয়ানমারের মং মডু থানার
সুধারপাড়ার বাসিন্দা।