০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কক্সবাজার সময় সংবাদে সংবাদ প্রকাশের পর

ঘোনারপাড়ায় পাহাড় কাটাস্থান পরিদর্শন করেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তর 

শহরের ঘোনার পাড়ায় ক্ষমতার প্রভাব কাটিয়ে পাহাড় কেটে অন্যের বসতভিটায় মাটি ফেলে ঘরের টিনের ছাল ও ঘর ভেঙ্গে ফেলার অভিযোগে গত ২৬ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় সংবাদ ডট কমে ‘ঘোনারপাড়ায় যুবদল নেতা পাহাড় কেটে মাটি ফেলছে বিএনপি নেতার ঘরের ছালে’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সদর আরিফ উল্লাহ নিজামীর নির্দেশে আজ ২৮ অক্টোবর দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ও সিনিয়র কেমিস্ট আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম পাহাড় কাটাস্থান পরিদর্শন করেন।এসময তিনি পাহাড় কাটার দৃশ্য ভিড়িও ধারন ও ছবি তুলেন।পরে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সমাজ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলেন। বিস্তারিত নোট করে নেন। স্থানীয় সমাজের সভাপতি রাজা মিয়া রাজু বলন,দীর্ঘদিন ধরে দক্ষিণ ঘোনারপাড়ার মোঃ শফির মেয়ে বেবি,দেলোয়ার হোসেনসহ পরিবারের লোকজন মিলো রাতের আঁধারে একটি বিশাল আকারের পাহাড় কেটে পার্শ্ববর্তী পেয়ারা বাগানের বাসিন্দা মরহুম আবুল খায়েরের ছেলে দেলোয়ার মেস্ত্রীর জায়গায় ফেলতেছে৷ এটা নিয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছে কিন্তু বেবির পরিবার কারো কোন কথা পাত্তা দিচ্ছে না।

টাকা আর গায়ের জোর দেখিয়ে প্রতিনিয়ত পাহাড় কেটে মাটিগুলো দেলোয়ার মিস্ত্রীর ঘরের উপর ফেলতেছে। দীর্ঘ ৩৫ বছর ধরে দেলোয়ার মিস্ত্রীরির পরিবার একই জায়গায় বসবাস করছে৷ পার্শ্ববর্তী বেবি ও তার ভাই এবং বোনের ছেলেরা মিলে অসহায় দেলোয়ার মিস্ত্রীর উপর নির্যাতন করে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাচ্ছি। এসময় সমাজের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, সর্দার হাজী রমিজুর রহমান, সেচ্ছাসেবক দল নেতা মোঃ সেলিম উদ্দিন সহ আরও অনেকে। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক ও সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম বলেন,পাহাড় কাটা স্থান পরিদর্শন করেছি। উর্ধতন স্যারদের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ যে,শহরের ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার শফির মেয়ে জেসমিন আকতার বেবি ও ভাই যুবদল নেতা দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে উঁচু একটি পাহাড় রাতের আঁধারে কেটে মাটিগুলো পার্শ্ববর্তী নিচু জায়গায় বসবাসকারী দেলোয়ার মিস্ত্রীর বসভিটায় ফেলছে। এতে করে পাহাড় কাটা মাটি স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার মিস্ত্রীর ঘরের টিনের ছাল ও বেড়া ভেঙ্গে বেশ ক্ষয়ক্ষতি হয়।তখন বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বেশকয়বার সালিশ বৈঠকও করা হয়। কিন্তু প্রভাবশালী বেবি ও যুবদল নেতা দেলোয়ার ক্ষমতা দেখিয়ে বার বার পাহাড় কাটা মাটি একই জায়গায় ফেলতে থাকে। এতে অসহায় দেলোয়ার মিস্ত্রী নিরুপায় হয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরার পায়নি।

অভিযুক্তরা টাকা আর ক্ষমতার জোর দেখিয়ে বারবার পাহাড় কেটে মাটিগুলো অসহায় দেলোয়ার মিস্ত্রীর জায়গাতে ফেলতে থাকেন।এতে বাঁধা দিতে গেলে অভিযুক্তরা অসহায় দেলোয়ার মিস্ত্রীরির পরিবারের উপর হামলা পর্যন্ত করে। সর্বশেষ গত ২৩ অক্টোবর রাতে আবারও পাহাড় কেটে মাটি ভুক্তভোগী দেলোয়ার মিস্ত্রীরির বসতবাড়িতে ফেলে ঘরের ছাল ভেঙ্গে ফেললে দেলোয়ার মিস্ত্রীরির পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।তখন পুলিশ টিমের নেতৃত্বে দেওয়ার সহকারী পুলিশ পরিদর্শক সৌরভ বড়ুয়া উভয়কে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বসে সুরাহা করার জন্য বলা হলেও ক্ষমতার প্রভাবকাটিয়ে দেলোয়ার ও তার বোন বেবি কোন ধরনের পদক্ষেপ নেয়নি। ক্ষতিগ্রস্ত দেলোয়ার মিস্ত্রী ও তার বড় ছেলে বলেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা দেলোয়ার ও তার বোন বেবি আমাদের ঘরের পাশে বিশাল আকারের একটি পাহাড় কেটে মাটিগুলো আমাদের জায়গায় ফেলছে। এতে আমাদের ঘরের ছালে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে এমন কাজ করলেও বেশ কয়বার শালিশ বৈঠকেও তারা কোন কিছু পাত্তা দিচ্ছে না৷ তারা আমাদের পারিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে নিয়মিত। দ্রুত প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

কক্সবাজারের প্রধান সড়কে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ দোকান, যাতায়াতে ভোগান্তি

কক্সবাজার সময় সংবাদে সংবাদ প্রকাশের পর

ঘোনারপাড়ায় পাহাড় কাটাস্থান পরিদর্শন করেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তর 

প্রকাশিত সময় : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

শহরের ঘোনার পাড়ায় ক্ষমতার প্রভাব কাটিয়ে পাহাড় কেটে অন্যের বসতভিটায় মাটি ফেলে ঘরের টিনের ছাল ও ঘর ভেঙ্গে ফেলার অভিযোগে গত ২৬ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় সংবাদ ডট কমে ‘ঘোনারপাড়ায় যুবদল নেতা পাহাড় কেটে মাটি ফেলছে বিএনপি নেতার ঘরের ছালে’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সদর আরিফ উল্লাহ নিজামীর নির্দেশে আজ ২৮ অক্টোবর দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ও সিনিয়র কেমিস্ট আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম পাহাড় কাটাস্থান পরিদর্শন করেন।এসময তিনি পাহাড় কাটার দৃশ্য ভিড়িও ধারন ও ছবি তুলেন।পরে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সমাজ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলেন। বিস্তারিত নোট করে নেন। স্থানীয় সমাজের সভাপতি রাজা মিয়া রাজু বলন,দীর্ঘদিন ধরে দক্ষিণ ঘোনারপাড়ার মোঃ শফির মেয়ে বেবি,দেলোয়ার হোসেনসহ পরিবারের লোকজন মিলো রাতের আঁধারে একটি বিশাল আকারের পাহাড় কেটে পার্শ্ববর্তী পেয়ারা বাগানের বাসিন্দা মরহুম আবুল খায়েরের ছেলে দেলোয়ার মেস্ত্রীর জায়গায় ফেলতেছে৷ এটা নিয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছে কিন্তু বেবির পরিবার কারো কোন কথা পাত্তা দিচ্ছে না।

টাকা আর গায়ের জোর দেখিয়ে প্রতিনিয়ত পাহাড় কেটে মাটিগুলো দেলোয়ার মিস্ত্রীর ঘরের উপর ফেলতেছে। দীর্ঘ ৩৫ বছর ধরে দেলোয়ার মিস্ত্রীরির পরিবার একই জায়গায় বসবাস করছে৷ পার্শ্ববর্তী বেবি ও তার ভাই এবং বোনের ছেলেরা মিলে অসহায় দেলোয়ার মিস্ত্রীর উপর নির্যাতন করে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাচ্ছি। এসময় সমাজের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, সর্দার হাজী রমিজুর রহমান, সেচ্ছাসেবক দল নেতা মোঃ সেলিম উদ্দিন সহ আরও অনেকে। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক ও সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম বলেন,পাহাড় কাটা স্থান পরিদর্শন করেছি। উর্ধতন স্যারদের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ যে,শহরের ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার শফির মেয়ে জেসমিন আকতার বেবি ও ভাই যুবদল নেতা দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে উঁচু একটি পাহাড় রাতের আঁধারে কেটে মাটিগুলো পার্শ্ববর্তী নিচু জায়গায় বসবাসকারী দেলোয়ার মিস্ত্রীর বসভিটায় ফেলছে। এতে করে পাহাড় কাটা মাটি স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার মিস্ত্রীর ঘরের টিনের ছাল ও বেড়া ভেঙ্গে বেশ ক্ষয়ক্ষতি হয়।তখন বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বেশকয়বার সালিশ বৈঠকও করা হয়। কিন্তু প্রভাবশালী বেবি ও যুবদল নেতা দেলোয়ার ক্ষমতা দেখিয়ে বার বার পাহাড় কাটা মাটি একই জায়গায় ফেলতে থাকে। এতে অসহায় দেলোয়ার মিস্ত্রী নিরুপায় হয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরার পায়নি।

অভিযুক্তরা টাকা আর ক্ষমতার জোর দেখিয়ে বারবার পাহাড় কেটে মাটিগুলো অসহায় দেলোয়ার মিস্ত্রীর জায়গাতে ফেলতে থাকেন।এতে বাঁধা দিতে গেলে অভিযুক্তরা অসহায় দেলোয়ার মিস্ত্রীরির পরিবারের উপর হামলা পর্যন্ত করে। সর্বশেষ গত ২৩ অক্টোবর রাতে আবারও পাহাড় কেটে মাটি ভুক্তভোগী দেলোয়ার মিস্ত্রীরির বসতবাড়িতে ফেলে ঘরের ছাল ভেঙ্গে ফেললে দেলোয়ার মিস্ত্রীরির পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।তখন পুলিশ টিমের নেতৃত্বে দেওয়ার সহকারী পুলিশ পরিদর্শক সৌরভ বড়ুয়া উভয়কে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বসে সুরাহা করার জন্য বলা হলেও ক্ষমতার প্রভাবকাটিয়ে দেলোয়ার ও তার বোন বেবি কোন ধরনের পদক্ষেপ নেয়নি। ক্ষতিগ্রস্ত দেলোয়ার মিস্ত্রী ও তার বড় ছেলে বলেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা দেলোয়ার ও তার বোন বেবি আমাদের ঘরের পাশে বিশাল আকারের একটি পাহাড় কেটে মাটিগুলো আমাদের জায়গায় ফেলছে। এতে আমাদের ঘরের ছালে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে এমন কাজ করলেও বেশ কয়বার শালিশ বৈঠকেও তারা কোন কিছু পাত্তা দিচ্ছে না৷ তারা আমাদের পারিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে নিয়মিত। দ্রুত প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন।