জুলাই বিপ্লবের শত তম দিনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং কক্সবাজার জেলা কমিটির নির্দেশে চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে শহীদদেরর স্বরণে দোয়া মাহফিল ও বীর শহীদদের কবর জিয়ারত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় চকরিয়ার পৌরসভার মগবাজারস্থ গাউছিয়া তৈয়্যবিয়া এস,এম,সুন্নিয়া মডেল মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবে শহীদ হওয়া চকরিয়ার সন্তান আহসান হাবিব এর কবর জিয়ারত পরবর্তী তার পরিবারের খোঁজ খবর নিতে কক্সবাজার থেকে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার অন্যতম সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধি সাহাব উদ্দিন। এসময় চকরিয়ার ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলো খাইরুল হাসান ইমরুল, জয়নব শাকিল সানি,জিল্লুর রহমান ফয়সাল,নউশিন আক্তার, কলি, নাজিয়া আক্তার, মোজাহিদুল ইসলাম, আদিল, সাজ্জাদ প্রমুখ।