চকরিয়ার চুনতি বন রেঞ্জ'র অধিনস্থ বরইতলীতে বনভুমিতে রাতারাতি নির্মাণ করা হয়েছে সাত টি স্থাপনা।অত:পর উচ্ছেদ করেছে বনবিভাগ। উদ্ধার করেছে জবর দখম মুক্ত করেছে ১০ হেক্টর বন ভূমি।এ অভিযানটি চালানো হয় ১ সেপ্টেম্বর(রবিবার) দুপুরে। জানা যায় চুনতি বন রেঞ্জ'র অধীনস্থ বরইতলীতে রয়েছে বিপুল সমাজিক বনায়ন।রয়েছে সরকারী বাগান।সরকার পতনের আগে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে বেশ কিছু জায়গা দখল করে রাখেন প্রভাবশালী মহল। ৫ আগষ্ট সরকার পতনের পর কিছু লোক ফের দখল করে উক্ত জায়গায় ইতিমধ্যে ৭ টি স্থাপনা নির্মাণ করে ফেলেন। এ সংবাদ পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ও পদুয়া রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন'র নেতৃত্বে চুনতির হারবাং ও বরইতলী বনবিটের বনকর্মীরা দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাত টি স্থাপনা উচ্ছেদ করেন। সেই সাথে ১০ হেক্টর জায়গাও উদ্ধার করেন। উচ্ছেদ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া সহ সংশ্লিষ্টরা।