র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। র্যাব—১৫, কক্সবাজার এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি—ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব—১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক মাদক কারবারী যাত্রী বেশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বলাকা পরিবহনের বাসে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত গত ২৬ মার্চ (মঙ্গলবার) অনুমান সাড়ে ৫টায় র্যাব—১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলহাজারা ইউনিয়ন ডুলহাজারা মাইজ পাড়ার ডুলহাজারা ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশী অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী বলাকা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে যাত্রীবেশে থাকা একজন যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা ০২টি কাগজের কার্টুন তল্লাশী করে সর্বমোট ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মোঃ মীর আহাম্মদের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩৫) বলে জানা যায়।
আটককৃত জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মাদক কারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসায় নিয়োজিত ছিল। আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনব কায়দা/পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মাদকদ্রব্য তার নির্ধারিত এজেন্টদের নিকট পৌঁছে দিতো। মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম থেকে আসার সময় অভিযানস্থলে র্যাবের আভিযানিক দল তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
চকরিয়ায় ১৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করলো র্যাব
- প্রতিনিধির নাম
- প্রকাশিত সময় : ০১:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- ১০৪ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়