কক্সবাজার শহরের ০৯ নং ওয়ার্ডস্থ বৃহত্তর বাদশাঘোনা সমাজ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪। বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোবারক হোসেন এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তত্বাবধানে গত ১৩ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। ১৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়, ২০ নভেম্বর মনোনয়ন বিক্রি ও জমাদানের শেষ তারিখ ছিলো। ১৩ টি পদের বিপরীতে ৮ টি পদে ইতিমধ্যে একক মনোনয়ন পত্র নেয়ার কারনে বাকী ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ একক ফরম নেয়া পদগুলো হলো সহ-সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক পদে রাইয়ান বেলায়েত, অর্থ সম্পাদক পদে জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আবুল বশর, সহ-প্রচার সম্পাদক পদে নুরুচ্ছাপা ও সদস্য পদে মোঃ রাশেদ, তাজুল ইসলাম বাবু, মোঃ ইয়াছিন প্রকাশ লালু।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দী পদে নির্বাচন অনুষ্ঠিত হবে যে সব পদে সভাপতি,সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে। সভাপতি পদে ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। যথাক্রমে মোঃ রফিক, আলহাজ্ব রমজান আলী, আব্দুর রশিদ ও আবুল কাসেম, সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন, তারা হলো আব্দুল হাকিম ও মোঃ নুরুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন, তারা হলেন ছৈয়দুল আমিন সাঈদ, নজরুল ইসলাম ও মোঃ শাহাজাহান। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন তারা হলো, মাস্টার তবারক হোসেন ও আলা উদ্দিন। দপ্তর সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন তারা হচ্ছেন নাছির উদ্দিন ও ছৈয়দুল আমিন।
পাঁচ টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।
আগামী ২২ নভেম্বর মনোনয়ন যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ এবং ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বৈধ প্রার্থীরা প্রচার প্রচারণায় চালাবেন এবং সর্বশেষ ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমাজের ১৭৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ৫ টি পদে নির্বাচিত হবেন।
সার্বিক বিষয়ে বৃহত্তর বাদশাঘোনা সমাজ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোবারক হোসেন বলেন, দীর্ঘদিন ঝিমিয়ে পড়া সমাজটাকে উজ্জীবিত করতে দীর্ঘদিন ২ মাসের অধিক সময়ে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর বৈষম্যহীন মডেল সমাজ উপহার দিতে সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে সুন্দর গঠন মূলক নির্বাচনের মধ্যদিয়ে শাসক নয় সেবক হয়ে কাজ করার মানসিক সম্পন্ন লোকদের মাধ্যমে আগামী দুই বছরের জন্য পরিচালনা কমিটি উপহার দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এতে সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।