০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দোয়া মাহফিল সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং” গণআকাঙ্খা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৩ অক্টোবর) জেলা কমিটির আহবায়ক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওসমান গণি ইলি’র সঞ্চালনায়, উখিয়া কমিটির অর্থসাম্পাদক ইমরানের কোরাআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কক্সবাজার  প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. কামরুল ইসলাম। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুর রশিদ শাইন।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবেদ আলী প্রমুখ।

জেলা কমিটির সদস্য জিয়ার করিম আকাশ, তামান্না, নাছিমা আক্তার,রানা মল্লিক,এ,কে সোহেল,শওকত আলম,হোসাইন সুমন,জাফর আলম,রতন দা,ইউসুফ আলী, আজিজুল রহমান রাজু,নাছির উদ্দিন পিন্টু,ইসমাইল লোকমান,

এসময় উখিয়া উপজেলা কমিটির সভাপতি, ফরিদ আলম সিকদার ,বলেন বিগত শাসনামলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণ,মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সহ বিভিন্ন গনমাধ্যমে সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছে।

“অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক হতাহত হয়েছেন এবং স্বৈরাচারী আমলে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন, মিডিয়া হাউস দখলের জেরে চাকরি হারাতে হয়েছে অনেককে।”এছাড়া নানারকম ’মনগড়া তালিকা’ করে সাংবাদিকদের দেখে নেওয়ার ‘হুমকি দুমকী দেওয়া এ রকম পরিস্থিতি সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের  পরিবেশ তৈরি করেছিল,,,বক্তা বলেন আগামীতে অপসাংবাদিকতার তালিকা করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সাংবাদিকের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।এসময় , সাধারণ সম্পাদক এম এ সাত্তার আজাদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনজয়,সাহানাজ বেগম, তানিয়া আক্তার বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন
ওসমান,আবু বক্কর, মিনহাজুল ইসলাম,

সহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকাতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করার আহবান জানান।

আলোচনা শেষে সম্মেলনের প্রধান অতিথি মহাসচিব কামরুল ইসলাম কক্সবাজার জেলার তিনটি পদে আংশিক কমিটি ঘোষণা করেন। এতে নুরুল আমিন হেলালীকে সভাপতি, ওসমান গণি ইলিকে সাধারণ সম্পাদক ও জিয়াউল করিম আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়।পরে সম্মেলন থেকে গুরুতর অসুস্থ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগ :
পাঠকপ্রিয়

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবক’কে গলাটিপে হত্যা!

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং” গণআকাঙ্খা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৩ অক্টোবর) জেলা কমিটির আহবায়ক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওসমান গণি ইলি’র সঞ্চালনায়, উখিয়া কমিটির অর্থসাম্পাদক ইমরানের কোরাআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কক্সবাজার  প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. কামরুল ইসলাম। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুর রশিদ শাইন।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবেদ আলী প্রমুখ।

জেলা কমিটির সদস্য জিয়ার করিম আকাশ, তামান্না, নাছিমা আক্তার,রানা মল্লিক,এ,কে সোহেল,শওকত আলম,হোসাইন সুমন,জাফর আলম,রতন দা,ইউসুফ আলী, আজিজুল রহমান রাজু,নাছির উদ্দিন পিন্টু,ইসমাইল লোকমান,

এসময় উখিয়া উপজেলা কমিটির সভাপতি, ফরিদ আলম সিকদার ,বলেন বিগত শাসনামলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণ,মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সহ বিভিন্ন গনমাধ্যমে সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছে।

“অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক হতাহত হয়েছেন এবং স্বৈরাচারী আমলে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন, মিডিয়া হাউস দখলের জেরে চাকরি হারাতে হয়েছে অনেককে।”এছাড়া নানারকম ’মনগড়া তালিকা’ করে সাংবাদিকদের দেখে নেওয়ার ‘হুমকি দুমকী দেওয়া এ রকম পরিস্থিতি সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের  পরিবেশ তৈরি করেছিল,,,বক্তা বলেন আগামীতে অপসাংবাদিকতার তালিকা করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সাংবাদিকের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।এসময় , সাধারণ সম্পাদক এম এ সাত্তার আজাদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনজয়,সাহানাজ বেগম, তানিয়া আক্তার বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন
ওসমান,আবু বক্কর, মিনহাজুল ইসলাম,

সহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকাতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করার আহবান জানান।

আলোচনা শেষে সম্মেলনের প্রধান অতিথি মহাসচিব কামরুল ইসলাম কক্সবাজার জেলার তিনটি পদে আংশিক কমিটি ঘোষণা করেন। এতে নুরুল আমিন হেলালীকে সভাপতি, ওসমান গণি ইলিকে সাধারণ সম্পাদক ও জিয়াউল করিম আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়।পরে সম্মেলন থেকে গুরুতর অসুস্থ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।