টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ,নগদ টাকা, মোবাইল সেট,মিয়ানমারের মুদ্রা সহ ২ জন আটক হয়েছে।আটককৃতরা মিয়ানমারের নাগরিক এমনটাই নিশ্চিত করেছেন টেকনাফস্থ ব্যাটালিয়ন-২ (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।(মঙ্গলবার)১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, সোমবার ১৬ (সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু'র সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার -মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের ২জন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান নেন। বিজিবি'র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চালানো হয়।এ সময় সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৪ লাখ ৭৮ হাজার ২৪০ বাংলাদেশি টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০মিয়ানমারের মুদ্রা এবং ১০টি মোবাইল ফোন পাওয়া জব্দ করা হয়। উদ্ধার হাওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেন।