কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের ঘোলারচরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুস শুকুরের ছেলে মোঃ আমির হোসেন (৪৭)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম—৩ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে গোলারচরের মোহনা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র সীমান্ত সুরক্ষা নৌ টহলদলকে সর্তক করা হলে তারা সতর্কতার সাথে টহল পালনকালে টহলদল কিছুক্ষণ পর দেখতে পায়, বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের একটি নৌকা থেকে বাংলাদেশী একটি মাছ ধরার নৌকায় অবস্থানরত একজন ব্যক্তির নিকট একটি পোটলা হস্তান্তর করছে। টহলদলের সন্দেহ হওয়ায় বিজিবি নৌ টহলদল দ্রুত দু’টি নৌকা যোগে উক্ত নৌকাটিকে ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নৌকাটি পালিয়ে যাওয়ার সময় বিজিবি নৌ টহলদল উভয় পাশ থেকে ঘেরাও করে নৌকাটিকে আটক করতে সক্ষম হয়।