টেকনাফের সদর ইউনিয়নের খানকার ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় ইয়াবা বহনের দায়ে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার
করা হয়েছে।২৩ সেপ্টেম্বর পৌণে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাব-১৫'র হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করেন।
র্যাব'র উপস্থিতি বুঝতে পেরে ৩জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের মধ্যে দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের অপর সহযোগী দ্রুত পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীদ্বয়কে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় হলেন,
আবদুল্লাহ আল মামুন(৩০), পিতা-মোহাম্মদ সাদেকুর রহমান, মাতা-ফাতেমা বেগম, সাং-খানকার ডেইল, ৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা ও অপরজন শফিকুল আলম(২৫) , পিতা-মুছা আলম, মাতা-দিল নেওয়াজ খাতুন, সাং-খানকার ডেইল, ৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত।উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব জানায়।