সড়কে ট্রাফিকিং এর দায়িত্ব পালনকারী বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করেছে কোস্ট ফাউন্ডেশন।
রবিবার (১১ আগষ্ট) বিকেলে শহরের কলাতলী পয়েন্ট থেকে শুরু করে ঘুনগাছতলা পর্যন্ত যেসব শিক্ষার্থী দায়িত্ব পালন করেছেন তাদের হাতে নাস্তা তুলে দেন কোস্টের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম।
এ সময় সিএনএন বাংলার সম্পাদক ও প্রকাশক তৌহিদ বেলাল এবং কক্সবাজার নিউজ (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, গত ৬ আগস্ট থেকে প্রতিদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংস্থাকে ও দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে। বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা রাস্তায় শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। এছাড়া ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা ও দাঁড়াচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে।
একটু পরপরই কোন সংস্থা কিংবা ব্যক্তি এসে খাবার দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য। মোড়ের ট্রাফিক বক্সে জমিয়ে রাখা হয়েছে বেঁচে যাওয়া খাবার। কোন পথশিশু বা ভিক্ষুক এসে চাইলে তাদেরকেও খাবার দিচ্ছেন শিক্ষার্থীরা। দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের পাশে কোস্ট ফাউন্ডেশন সর্বদা থাকবেন।
তিনি আরো বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন রাস্তায়। সবাই ব্যস্ত নিজেদের মত দারুণ করে দেশটাকে গড়ে নেওয়ার জন্য। তাদের এই নজিরবিহীন ব্যস্ততা হয়তো একদিন ফুরাবে। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্লাস শুরু হবে একদিন। রাস্তায়ও ফিরে আসবেন ট্রাফিক পুলিশরা। কিন্তু তারা আইন রক্ষা করার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করে গেল, তা যেন বজায় থাকে এটাই সবার প্রত্যাশা।