১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ান ঘিরে চীনের বিশাল মহড়া

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৭৪ ভিউ

তাইওয়ান ঘিরে বড় ধরনের মহড়া চালিয়েছে চীন। গত ২৪ ঘণ্টায় দেশটির ৩২টি যুদ্ধবিমান এ দ্বীপটি ঘিরে মহড়া দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে চীনের অন্তত ৩২টি যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ মহড়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৫টি নৌবাহিনীর জাহাজ মহড়া দিয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের সশস্ত্র বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা পরিস্থিতি মোকাবিলায় বিমান, নৌ-জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র নিযুক্ত করেছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে ৩৩টি যুদ্ধবিমান শনাক্ত করে। যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমানের মহড়া।

গত ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর এ মহড়া চালায় চীন। দেশটি আগে থেকেই তার প্রতি বিরাগভাজন ছিল। আগামী ২০ মে উইলিয়াম লাই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

সাম্প্রতিক সময়ে চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। চীন তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। গত ফেব্রুয়ারি মাসে চীনের ২২টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে মহড়া দিয়েছে। এ ছাড়া বিগত কয়েক মাসে দ্বীপটির আকাশসীমায় চীনের রহস্যজনক বেলুনের আনাগোনা বেড়েছে। চীনা নববর্ষের ছুটির সময়ে টানা দুদিনে ৮টি বেলুন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য, সংস্কার বিষয়ে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ- ধর্ম উপদেষ্টা

তাইওয়ান ঘিরে চীনের বিশাল মহড়া

প্রকাশিত সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

তাইওয়ান ঘিরে বড় ধরনের মহড়া চালিয়েছে চীন। গত ২৪ ঘণ্টায় দেশটির ৩২টি যুদ্ধবিমান এ দ্বীপটি ঘিরে মহড়া দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে চীনের অন্তত ৩২টি যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ মহড়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৫টি নৌবাহিনীর জাহাজ মহড়া দিয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের সশস্ত্র বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা পরিস্থিতি মোকাবিলায় বিমান, নৌ-জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র নিযুক্ত করেছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে ৩৩টি যুদ্ধবিমান শনাক্ত করে। যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমানের মহড়া।

গত ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর এ মহড়া চালায় চীন। দেশটি আগে থেকেই তার প্রতি বিরাগভাজন ছিল। আগামী ২০ মে উইলিয়াম লাই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

সাম্প্রতিক সময়ে চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। চীন তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। গত ফেব্রুয়ারি মাসে চীনের ২২টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে মহড়া দিয়েছে। এ ছাড়া বিগত কয়েক মাসে দ্বীপটির আকাশসীমায় চীনের রহস্যজনক বেলুনের আনাগোনা বেড়েছে। চীনা নববর্ষের ছুটির সময়ে টানা দুদিনে ৮টি বেলুন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।