০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির তুমব্রু’র ২৭১নং মৌজাবাসী হেডম্যান খাইনচাপ্রু’তে সন্তুষ্ট!

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ২৭১নং তুমব্রু মৌজার হেডম্যান খাইনচা প্রু কর্তৃক বিভিন্ন সময় হেডম্যান প্রতিবেদন,খাজনা আদায়ের দাখিলা নেওয়া,একজনের জায়গা অন্যজনের বলে প্রতিবেদন দেওয়ার অভিযোগের প্রতিকার চেয়ে হয়রানির শিকারদের পক্ষে নির্মল কান্তি তংচঙ্গা বান্দরবানের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়।তৎ পরিপ্রেক্ষিতে গত ২১নভেম্বর( বৃহস্পতিবার)দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল হক চৌধুরী সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে এ গণ শুনানী অনুষ্ঠিত হয়।এ সময় তদন্তে আসা শংশ্লিষ্টদের উপস্থিতিতে মৌজা হেডম্যান, মৌজা কারবারী,ভুক্তভোগী ও সর্ব সাধারণের অংশ গ্রহণে বিভিন্ন বিষয়াদির তথ্য উপস্থাপন করা হয়।এতে বিভিন্ন পেশার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আবেদন সংক্রান্তে বিভিন্ন জনের উপস্থাপিত বক্তব্য মনযোগ সহকারে শুনেন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আসা প্রতিনিধি দল।
এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে আবেদনকারী আনিত অভিযোগ সংক্রান্তে সন্তোষজনক কোন জবাব দিতে পারেন নি।এতে আবেদনকারী ব্যতিত উপস্থিত সকলেই বর্তমান মৌজা হেডম্যান খাইনচা প্রু’র প্রতি একাত্মতা ঘোষণা করে হাত তুলে সমর্থন জানান।মৌজাবাসীদের মধ্যে বিএনপি নেতা মো:শাহ জাহান,ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো:আলম, পিক্রু তংচঙ্গা,মাইফু তংচঙ্গা,মৌজা কারবারিগণ সহ উপস্থিত প্রায় দুই শতাধিক মৌজা বাসিন্দা এক বাক্যে বলেন,
খাইনচা প্রু’র বিরুদ্ধে এসব ষড়যন্ত্র হচ্ছে।খাইনচা প্রু’র বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে,তা তাদের পারিবারিক বিরোধ।কিন্তু হেডম্যান হিসেবে খাইনচা প্রু উত্তম।সে ২৭১নং মৌজার জন্য দায়িত্বশীল ও যোগ্যতম হেডম্যান।তারা খাইনচা প্রু’তেই সন্তুষ্ট বলে জানান।এ সংক্রান্তে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন,গণ শুনানীতে উপস্থিতিদের বক্তব্য শুনেছি।আবেদন সংক্রান্তে এখনো তদন্তাধীন রয়েছে।

ট্যাগ :
পাঠকপ্রিয়

জমে উঠেছে বৃহত্তর বাদশাঘোনা সমাজ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রচার প্রচারণা

নাইক্ষ্যংছড়ির তুমব্রু’র ২৭১নং মৌজাবাসী হেডম্যান খাইনচাপ্রু’তে সন্তুষ্ট!

প্রকাশিত সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ২৭১নং তুমব্রু মৌজার হেডম্যান খাইনচা প্রু কর্তৃক বিভিন্ন সময় হেডম্যান প্রতিবেদন,খাজনা আদায়ের দাখিলা নেওয়া,একজনের জায়গা অন্যজনের বলে প্রতিবেদন দেওয়ার অভিযোগের প্রতিকার চেয়ে হয়রানির শিকারদের পক্ষে নির্মল কান্তি তংচঙ্গা বান্দরবানের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়।তৎ পরিপ্রেক্ষিতে গত ২১নভেম্বর( বৃহস্পতিবার)দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল হক চৌধুরী সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে এ গণ শুনানী অনুষ্ঠিত হয়।এ সময় তদন্তে আসা শংশ্লিষ্টদের উপস্থিতিতে মৌজা হেডম্যান, মৌজা কারবারী,ভুক্তভোগী ও সর্ব সাধারণের অংশ গ্রহণে বিভিন্ন বিষয়াদির তথ্য উপস্থাপন করা হয়।এতে বিভিন্ন পেশার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আবেদন সংক্রান্তে বিভিন্ন জনের উপস্থাপিত বক্তব্য মনযোগ সহকারে শুনেন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আসা প্রতিনিধি দল।
এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে আবেদনকারী আনিত অভিযোগ সংক্রান্তে সন্তোষজনক কোন জবাব দিতে পারেন নি।এতে আবেদনকারী ব্যতিত উপস্থিত সকলেই বর্তমান মৌজা হেডম্যান খাইনচা প্রু’র প্রতি একাত্মতা ঘোষণা করে হাত তুলে সমর্থন জানান।মৌজাবাসীদের মধ্যে বিএনপি নেতা মো:শাহ জাহান,ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো:আলম, পিক্রু তংচঙ্গা,মাইফু তংচঙ্গা,মৌজা কারবারিগণ সহ উপস্থিত প্রায় দুই শতাধিক মৌজা বাসিন্দা এক বাক্যে বলেন,
খাইনচা প্রু’র বিরুদ্ধে এসব ষড়যন্ত্র হচ্ছে।খাইনচা প্রু’র বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে,তা তাদের পারিবারিক বিরোধ।কিন্তু হেডম্যান হিসেবে খাইনচা প্রু উত্তম।সে ২৭১নং মৌজার জন্য দায়িত্বশীল ও যোগ্যতম হেডম্যান।তারা খাইনচা প্রু’তেই সন্তুষ্ট বলে জানান।এ সংক্রান্তে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন,গণ শুনানীতে উপস্থিতিদের বক্তব্য শুনেছি।আবেদন সংক্রান্তে এখনো তদন্তাধীন রয়েছে।