নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি স্কুল ভবন ধসে ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ১৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে পাঠদান চলার সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়ে। এত চাপা পড়ে শিক্ষার্থীরা নিহত হয়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এছড়া ১৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি।
এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তুপ গুঁড়িয়ে দিয়ে চাপাপড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।