অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলের বিমান হামলায় ৪ ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।
ইসরায়েল নূর শামস ক্যাম্পে এ হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতিকারীদের হামলার কারণে ক্যাম্পটিতে সসিংহতা এতোটাই বেড়েছে যে যা গত দশকেও এমনটা দেখা যায়নি।
ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরের উত্তরে নূর শাসম ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের একটি বিমান নূর শামস এলাকায় সন্ত্রাসী সেল লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিকারীদের হামলায় অন্তত ৫৫৬ ফিলিস্তিনী নিহত হয়েছে।
একই সময়ে ফিলিস্তিনীদের হামলায় অন্তত ১৫ ইসরায়েলি নিহত হয়েছে।
০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনী নিহত: ফিলিস্তিন কর্তৃপক্ষ
- আন্তর্জাতিক ডেস্ক :
- প্রকাশিত সময় : ০১:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- ৫৭ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়