গত ২৫ আগষ্ট দৈনিক গণসংযোগ পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে'মিয়ানমারে পাচারের হিড়িক:দিবালোকে যাচ্ছে শত-শত বস্তা সার' শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।আমি উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানাচ্ছি।আমি একজন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সাব ডিলার।সরকার প্রদক্ত পাওয়া ইউরিয়া সার প্রকৃত কৃষকদের মাঝে মাষ্টার রুল'র মাধ্যমে চাহিদা মত বিতরণ করে থাকি।সেহেতো কোন কৃষক যদি আমার সাব ডিলার থেকে নিয়ম অনুসরণ করে সার ক্রয় করে নিয়ে যাওয়ার পথে কোথায় নিয়ে গেল,কোথায় দিচ্ছে,তা আমি অবগত নয়।তবে আমি পাচার কাজে কোনভাবে জড়িত নয়।কেউ মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের এহেন সংবাদ পরিবেশন করিয়েছে,শুধু আমার ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার উদ্দ্যেশ্যে। আমি উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী,জনসাধারণ, পাঠকবৃন্দ সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।
নিবেদক-
শফিউল আলম
তুমব্রু বাজার, ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।