গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের দৈনিক কক্সবাজার ও দৈনিক ইনানি পত্রিকায় প্রকাশিত চকরিয়ার ভয়ঙ্কর ডাকাত আল কুয়াছের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শিরোনামের সংবাদটি আমাী দৃষ্টিগোচর হয়েছে, সংবাদটি পুরোপুরি উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট, ভিত্তিহীন একপেশে ও সংবাদ প্রকাশ আইন পরিপন্থী। আমি দেশের আইন মান্যকারী ও রাষ্ট্রের প্রতি অনুগত সাধারণ শান্তি প্রিয় মজলুম মানুষ, আমি এবং আমার পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করার কারণে আমি ২০০০ সালের জননিরাপত্তা আইনের মামলা সহ বিগত ২০০৯-২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মিথ্যা মামলার আসামি হয়েছি,জেল খেটেছি, হারিয়েছি পরিবারের মা সহ তিন ভাই।
আমার কোন বাহিনী নাই,আমার দ্বারা আমার কোন দলীয় রাজনৈতিক সহকর্মী আঘাত প্রাপ্ত হয়েছে এমন নজির নেই, আমাদের পারিবারিক জায়গা বেদখল করা হয়েছে যা এখনো পুনঃদখল করিনি তা এলাকার সবার জানা। আমার ছোট ভাই মনছুর আলম চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি লামা কলেজ ছাত্রদলের সক্রিয় কর্মী। আমি এবং আমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এহেন মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন।আমার প্রতিপক্ষ সাইফুল ইসলাম সে নিজে সৈরাচার আওয়ামী সেচ্চাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকার করেছে প্রকাশিত সংবাদে এবং তার পুরো পরিবার বিগত ১৬ বছর আওয়ামী সরকারের সময়ে থানায় দালালী করেছে,সে একজন চিহ্নিত থানার দালাল।
বিএনপির অসংখ্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে,পুলিশের সাথে থেকে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করিয়েছে । গত ৫ আগষ্ট খুনি হাসিনা সরকারের পতনের পর খোলস পাল্টিয়ে বিএনপির দলীয় প্রোগ্রামে যাতায়াত শুরু করে দিয়েছে তার পুরো পরিবার।আমি আমার বিরুদ্ধে ছাপানো মন গড়া এহেন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের সংবাদ প্রচারে মিথ্যা তথ্য দানকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিচ্ছি। প্রতিবাদকারী, মোহাম্মদ আল কুয়াছ, সওদাগর ঘোনা,০৭ নং ওয়ার্ড,চিরিংগা ইউনিয়ন, চকরিয়া, প্রতিবাদকারী