গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।
সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
এদিকে ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল-জাজিরাকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিশ্বনেতারা বার্তায়ে উল্লেখ করেন, ফিলিস্তিন ও ইসরাইল দ্বিরাষ্ট্র গঠন করা হোক এমন মন্তব্য করেন বিশ্বনেতারা। এ নিয়ে আন্তর্জাতিক কুটনৈতিক তৎপরতার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করেন।