ভিডিও ফুটেছে দেখা যায়,১৯ জুলাই ও ৩ আগষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,৪ আগষ্ঠ অসহযোগ আন্দোলন এবং ৫ আগষ্ঠ এক দফার লং মার্চ আন্দোলনে কক্সবাজার শহীদ মিনারে অংশগ্রহণ করে কিছুটা হলেও শিক্ষক সমাজের ভূমিকা পালন করেছেন কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল আবছার সিকদার। তিনি বলেন শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল করে মোটরসাইকেল বহর ও গণমিছিল নিয়ে পুরো কক্সবাজার শহর প্রদক্ষিণ করে বিকালে সদর হাসপাতালের সামনে চারজন (৪ জন) গুলিবিদ্ধ শিক্ষার্থীদের টমটমযুগে নিয়ে আসতে দেখে জরুরি বিভাগে নিয়ে যায়, ছররা গুলির আঘাতে চৌফলদন্ডীর এক শিক্ষার্থীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং আহতদের মধ্যে সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের আমার একজন ছাত্র এবং আলীর জাহালস্থ মোহাম্মদ নামের আরেক যুবককে তাদের আঙ্গুলে গুলি লেগেছে বলে তিনি জানান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নুরুল আবছার সিকদারকে সিটি কলেজ গভর্নিং বডি দীর্ঘদিন ধরে পদোন্নতিও আটকে রেখেছেন বলে জানা যায়।
সিটি কলেজের অল্প কিছু শিক্ষক বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে আন্দোলনের জন্য বারবার বৈঠক করার পরও সময়মত সিদ্ধান্ত নিতে না পারায় ছাত্রদের কেন্দ্রীয় সমন্বয়কগণ ও ড. আসিফ নজরুল স্যারের অনুপ্রেরণায় অত্র কলেজের কর্মচারী আমিনুর রশিদকে নিয়ে রাজপথে নেমে পড়েন নুরুল আবছার সিকদার এবং ৪ আগস্ট অসহযোগ আন্দোলনে নুরুল আবছার সিকদারের কলেজের দুই সহকর্মী জসীম উদ্দীন চৌধুরী ও আবুল আলা শিবলী। তাছাড়া সৈয়দ নুর, আহমদ ছফা, মো: জসিম, সোলাইমান বাদশা, মো: জায়েদ, আবদুল্লাহ আল দানু, ফারহান উল্লাহ, মো: রাশেল, রমজান আলী, মো: সাইফুল্লাহ। শিক্ষার্থীদের মধ্য থেকে সা’দ আবরার তাহি, মো: রফিক, মো: বাসেল, তালুত মিছবাহ, তাজুয়ার, ইশান, মাহতাব জিদান, রাসিফ চৌধুরী নিয়ে আলীর জাহাল থেকে বাস টার্মিনাল এবং লিংকরোড পর্যন্ত স্লোগানে স্লোগানে মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
গতকাল রাত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদের সংসদ্যরা বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির পাহারা দেয়। দেশের সংকট উত্তরণে অত্র সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৪৪৩ তম সভায় ৪ (দফা) বাস্তবায়নে দুইদিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়:—
১। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, সহায়—সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তায় সহযোগিতা।
২। ১২ আগস্ট, পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা।
৩। আগামী ১৬ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র—ছাত্রী ও জনতাসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা ও শোকসভা।
৪। আলীর জাহাল স্টেশন চত্বরে ছাত্র—জনতার জন্য উন্মুক্ত মঞ্চ স্থাপন।
তাছাড়া অত্র সংগঠনের কক্সবাজারের সব উপজেলা, বিভাগীয় জেলা ও পার্বত্য তিন জেলার সকল শাখাসহ বিভিন্ন পরিষদের সদস্যদের চলমান দেশের সংকট উত্তরণে সমাজসেবী মেধাবী তরুণদের স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল আবছার সিকদার। সংগঠনের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুন, আমিনুর রশিদ, মোহাম্মদ আইয়ুব, এনায়েত উল্লাহ, এহছান উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক কাজল, ওমর ফারুক, জমাং রাখাইন নাইন, মঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম, মিজানুল আলম, রমজান আলী, রিদুয়ানুর রহমান, দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, রাজিব দাশ, জনি বড়–য়া, মামুন শর্মা প্রমুখ।
০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
হেডলাইন :
ছাত্র—জনতার জন্য উন্মুক্ত মঞ্চ স্থাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক নুরুল আবছার সিকদার ও মন্দির পাহারায় সায়মুন সংসদ
- নিজস্ব প্রতিবেদক :
- প্রকাশিত সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- ১৩৯ ভিউ
ট্যাগ :
পাঠকপ্রিয়