রক্তদানে নাহি ভয় নতুন সম্পর্ক সৃষ্টি হয় বিভিন্ন মানবিক কাজকর্ম ও দিন রাতে অসহায়,বেওয়ারিশ মানুষের সেবা দিয়ে আসছে একটি মানবিক সংগঠন এরই ধারাবাহিকতায় ব্লাড বক্স অফ বাংলাদেশ এর পক্ষে থেকে বিনামূল্যে রক্তের ও ডায়বেটিস নির্য়ণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে ঘাটকুলিয়া পাড়া,মাদ্রাসা মাঠ,পিএম খালী এই আয়োজন করা হয়েছে। ব্লাড বক্স অফ বাংলাদেশ এর পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেফায়ত উল্লাহ, শহিদুল ইসলাম, টেকনিশিয়ান,রিদুয়ান হোসেন ও টিম লিডার আব্দুর রহিম সহ ব্লাড বক্স অফ বাংলাদেশ এর সকল সদস্য উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রায় ৪ শতর কাছাকাছি ও ডায়বেটিস নির্ণয় করেন অর্ধশতাধিক।
ব্লাড বক্স অফ বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মো: সরোয়ার হোসেন,শফিকুল ইসলাম, মো: ফরিদ,মো: কবির, দিদারুল আলম, সরওয়ার হোছাইন, আলিয়া মনি ফায়জা জান্নাত,সাইদ মোহাম্মদ হেলাল উদ্দিন,রিনা আক্তার,নাজমা আক্তার,সেলিনা আক্তার,সোহাগ শর্মা।
অন্যদিকে ইসলামী নব উদ্দীপন কিশোর সংগঠন এর পক্ষ থেকে সদস্য নবী, সভাপতি মোঃ শামসুল আলম সিনিয়র সদস্য, মোঃ ইসমাইল, সিনিয়র সদস্যমোঃ নুরুল ইসলাম
আরো ৩টি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ও এলাকার
জন-সাধারণদের নিয়ে এই আয়োজন হয়।সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করেন ৩৫০ জন ও ডায়বেটিস নির্ণয় করেন প্রায় ৫০ জন।
ব্লাড বক্স অফ বাংলাদেশ (একটি মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)