০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে দেদারছে পাচার হচ্ছে সার:ঘুমধুম সীমান্তে সাড়ে ১৩শ কেজি ইউরিয়া জব্দ!

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এবার ইউরিয়া সার পাচারের হিড়িক পড়েছে।দেদারছে পাচার রোধে
সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা হার্ডলাইনে নেমেছে।পাচার ঠেকাতে গিয়ে বিজিবি কর্তৃক সার উদ্ধার যেনো পাচারের সত্যতা প্রমাণ মিলিয়ে দিয়েছে। কক্সবাজারস্থ ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধীনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল দলের জোয়ান কর্তৃক মিয়ানমারে পাচারকালে প্রায় সাড়ে ১৩শ কেজি ইউরিয়া সার জব্দ করেছে।
১৫ আগষ্ট আনুমানিক বিকেল তিনটার দিকে তুমব্রু সীমান্ত পিলার ৩৪’র মধ্যবর্তী মাইলপোষ্টের জিরো পয়েন্টে চোরাকারবারিরা এপার থেকে নিয়ে গিয়ে মজুদ রাখে ওপারে(মিয়ানমার)পাচারের জন্য। 
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু বিওপি’র জোয়াননেরা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তা জিরো পয়েন্ট থেকে পরিত্যক্ত ২৭ বস্তা (১৩৫০ কেজি) সার জব্দ করে নিয়ে আসেন।সরেজমিন ঘুরে দেখা যায়,সীমান্তজুড়ে বিজিবি’র চেকপোস্টসহ টহল অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালান, ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ট্যাগ :
পাঠকপ্রিয়

কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস খেয়ে আত্মহত্যা

মিয়ানমারে দেদারছে পাচার হচ্ছে সার:ঘুমধুম সীমান্তে সাড়ে ১৩শ কেজি ইউরিয়া জব্দ!

প্রকাশিত সময় : ০৬:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এবার ইউরিয়া সার পাচারের হিড়িক পড়েছে।দেদারছে পাচার রোধে
সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা হার্ডলাইনে নেমেছে।পাচার ঠেকাতে গিয়ে বিজিবি কর্তৃক সার উদ্ধার যেনো পাচারের সত্যতা প্রমাণ মিলিয়ে দিয়েছে। কক্সবাজারস্থ ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধীনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল দলের জোয়ান কর্তৃক মিয়ানমারে পাচারকালে প্রায় সাড়ে ১৩শ কেজি ইউরিয়া সার জব্দ করেছে।
১৫ আগষ্ট আনুমানিক বিকেল তিনটার দিকে তুমব্রু সীমান্ত পিলার ৩৪’র মধ্যবর্তী মাইলপোষ্টের জিরো পয়েন্টে চোরাকারবারিরা এপার থেকে নিয়ে গিয়ে মজুদ রাখে ওপারে(মিয়ানমার)পাচারের জন্য। 
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু বিওপি’র জোয়াননেরা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তা জিরো পয়েন্ট থেকে পরিত্যক্ত ২৭ বস্তা (১৩৫০ কেজি) সার জব্দ করে নিয়ে আসেন।সরেজমিন ঘুরে দেখা যায়,সীমান্তজুড়ে বিজিবি’র চেকপোস্টসহ টহল অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালান, ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।