১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মুগ্ধ হলেন রোহিঙ্গা সংস্কৃতির বৈচিত্র্য দেখে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় : ০৬:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১০১ ভিউ

মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সুখ—দুঃখের কথা শুনলেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। মুগ্ধ হলেন রোহিঙ্গা সংস্কৃতির বৈচিত্র্য দেখে। পরে রোহিঙ্গাদের তৈরি হস্তশিল্প সংগ্রহও করেন তিনি।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

দুপুর ১২ টা ৪৫ মিনিটে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানায়।

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী ভিক্টোরিয়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে রোহিঙ্গা নারীদের সাথেও কথা বলেন। ক্যাম্প পরিদর্শনকালে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প ও আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শনও করেন তিনি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান ভিক্টোরিয়া। আশ্রয়ণ প্রকল্পে রাজকুমারীকে অভ্যর্থনা জানায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। পরিদর্শন শেষে আকাশ পথে ঢাকায় ফিরে যান সুইডেনের ইউএনডিপির শুভেচ্ছা দূত রাজকুমারী ভিক্টোরিয়া।

প্রসঙ্গত, চার দিনের সফরে গেল সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরকালে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ূ পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন।

ট্যাগ :
পাঠকপ্রিয়

আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য, সংস্কার বিষয়ে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ- ধর্ম উপদেষ্টা

মুগ্ধ হলেন রোহিঙ্গা সংস্কৃতির বৈচিত্র্য দেখে

প্রকাশিত সময় : ০৬:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সুখ—দুঃখের কথা শুনলেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। মুগ্ধ হলেন রোহিঙ্গা সংস্কৃতির বৈচিত্র্য দেখে। পরে রোহিঙ্গাদের তৈরি হস্তশিল্প সংগ্রহও করেন তিনি।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

দুপুর ১২ টা ৪৫ মিনিটে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানায়।

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী ভিক্টোরিয়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে রোহিঙ্গা নারীদের সাথেও কথা বলেন। ক্যাম্প পরিদর্শনকালে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প ও আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শনও করেন তিনি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান ভিক্টোরিয়া। আশ্রয়ণ প্রকল্পে রাজকুমারীকে অভ্যর্থনা জানায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। পরিদর্শন শেষে আকাশ পথে ঢাকায় ফিরে যান সুইডেনের ইউএনডিপির শুভেচ্ছা দূত রাজকুমারী ভিক্টোরিয়া।

প্রসঙ্গত, চার দিনের সফরে গেল সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরকালে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ূ পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন।