১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রামুতে ভয়াবহ বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ২

  • রামু প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ৬৫ ভিউ

টানা বর্ষন ও পাহাড়ী ঢলে কক্সবাজারের রামুতে বন্যার পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে ও  নিখোঁজ রয়েছে দুই জন। 
তৎমধ‍্যে চৌচিং রাখাইন ও আমজাদ নামের দুই জনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি ২ জন এখনো  নিখোঁজ রয়েছে। এদিকে পাহাড় ধ্বসে আনুমানিক ১০টি বসত ঘর বিধ্বস্ত ও কয়েটটি সড়ক  তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার (২২আগষ্ট) সরজমিনে বন‍্যা দূর্গত এলাকা পরিদর্শন এবং খোঁজ  নিয়ে জানা গেছে  বন্যার ঢলের পানিতে ভেসে ঈদগড় বৈদ‍্য পাড়ার লাইগ্যা রাখাইনের ছেলে চৌচিং রাখাইন(৫৫), ও রাস্তা পার হতে গিয়ে গর্জনিয়ার ছুমছড়ির এলাকার ছৈয়দ হোসেনের ছেলে আমজাদ (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই এলাকার সালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫), ও ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে জুনায়েদ(১০) নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি জানান, টানা বষর্নে রামুর বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে আছে, এছাড়া পানির জোরে বাঁধ ভেঙ্গে কয়েকটি সড়ক বিধ্বস্ত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরনের পাশাপাশি প্রাথমিকভাবে ১০ মেট্রিক টন চালের চাহিদা দেয়া হয়েছে বলে জানান।

ট্যাগ :
পাঠকপ্রিয়

চকরিয়ায় বসতভিটা ও দোকান দখলের জন্য হামলা, ভাংচুর ও লুটপাট: আহত ৫

রামুতে ভয়াবহ বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

টানা বর্ষন ও পাহাড়ী ঢলে কক্সবাজারের রামুতে বন্যার পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে ও  নিখোঁজ রয়েছে দুই জন। 
তৎমধ‍্যে চৌচিং রাখাইন ও আমজাদ নামের দুই জনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি ২ জন এখনো  নিখোঁজ রয়েছে। এদিকে পাহাড় ধ্বসে আনুমানিক ১০টি বসত ঘর বিধ্বস্ত ও কয়েটটি সড়ক  তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার (২২আগষ্ট) সরজমিনে বন‍্যা দূর্গত এলাকা পরিদর্শন এবং খোঁজ  নিয়ে জানা গেছে  বন্যার ঢলের পানিতে ভেসে ঈদগড় বৈদ‍্য পাড়ার লাইগ্যা রাখাইনের ছেলে চৌচিং রাখাইন(৫৫), ও রাস্তা পার হতে গিয়ে গর্জনিয়ার ছুমছড়ির এলাকার ছৈয়দ হোসেনের ছেলে আমজাদ (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই এলাকার সালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫), ও ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে জুনায়েদ(১০) নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি জানান, টানা বষর্নে রামুর বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে আছে, এছাড়া পানির জোরে বাঁধ ভেঙ্গে কয়েকটি সড়ক বিধ্বস্ত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরনের পাশাপাশি প্রাথমিকভাবে ১০ মেট্রিক টন চালের চাহিদা দেয়া হয়েছে বলে জানান।